মিয়ানমারে দুর্ঘটনায় ১৫ পুণ্যার্থী নিহত
মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি ট্রাক খাদে পড়ে একজন বৌদ্ধ ভিক্ষুসহ অন্তত ১৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়ছেন আরও ১০ জন।
সোমবার সন্ধ্যায় দেশটির শান রাজ্যে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
মিয়ারমারের একজন পুলিশ কর্মকর্তা মুইন্ট সোয়ে জানিয়েছেন, ওই ট্রাকে ২৫ জন লোক ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ১৫ জন নিহত হন।
দুর্ঘটনার স্থান প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চল হওয়ায় রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ ছিল।
গ্রীষ্মকালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ধর্মীয় উৎসবে যোগ দিতে কয়েক লাখ মানুষ দেশটির বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন।
Comments
Post a Comment