আলফাডাঙ্গায় নবগঠিত পৌর আ’লীগের কর্মী সমাবেশ
মিয়া রাকিবুল, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটির কর্মী সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার দামুদার আখড়া প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আলফাডাঙ্গা পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আশরাফ আলী বাশারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম আকরাম হোসেন।
সাবেক ছাত্রলীগের সভাপতি ও পৌর কমিশনার মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তাঁরা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন,বানা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাতুল আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান প্রমুখ।
সমাবেশ শেষে এক আনন্দ মিছিল বের হয়।মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় পৌর মেয়র সাইফুর রহমান সাইফারকে আহবায়ক ও সৈয়দ আশরাফ আলী বাশারকে যুগ্ম আহবায়ক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট এ নবগঠিত পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।
বার্তাবাজার/এমকে
Comments
Post a Comment