আফগানিস্তানে ৮০ তালেবান নিহত

আফগানিস্তানে অন্তত ৮০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। দেশটির কান্দাহার ও ফারিয়াব প্রদেশে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

আফগান কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় ওই দুই প্রদেশে আফগান ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে তারা নিহত হয়।

ফারিয়াব প্রদেশের পুলিশ প্রধান আবুল কারিম জানান, তালেবানদের একটি দল পাশতুনকোট জেলার নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর শনিবার রাতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় আফগান বিমান বাহিনী।]

তিনি বলেছেন, ওই অভিযানে ৫৩ তালেবান যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার প্রদেশের দক্ষিণের মারুফ ও শাহ ওয়ালি কোট জেলায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ৮ জন আহত হয়েছে।

এদিকে, কান্দাহারে যুক্তরাষ্ট্রের একটি গাড়ি বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তালেবান। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বাহিনী কোনও মন্তব্য করেনি।

তালেবানের মুখপাত্র কারি ইউসুফ জানান, কান্দাহারে একটি সাঁজোয়া যান সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই গাড়ির সবাই নিহত হয়েছে।’ তবে এ বিষয়ে আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কোনও মন্তব্য করেনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

বার্তা বাজার/এম বি ইউ



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত