মিষ্টি হাসির শ্বেতা
স্টার জলসায় ‘সিঁদুর খেলা’ সিরিয়ালের ‘সিমন্তী’ চরিত্রের মাধ্যমে সপ্তম শ্রেণির ছাত্রী শ্বেতা সাহা দারুনভাবে প্রবেশ পড়লেন দুই বাংলার দর্শকের ড্রইংরুমে। জনপ্রিয় সিরিয়ালটির প্রচার শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তাকে দেখা গিয়েছিল ‘ভালোবাসা ডট কম’-এর মিঠি চরিত্রে। মিষ্টি হাসির মেয়েটি দর্শকের প্রিয় হয়ে উঠলেন সহজেই। এরপর ‘তুমি রবে নীরবে’ সিরিয়ালেও তাকে খুঁজে পেলেন টিভি দর্শকরা। দেখা গেছে ‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালের প্রধান চরিত্র ঝুমকোর ভূমিকায়। বর্তমানে কালার্স বাংলায় প্রচার চলছে শ্বেতা অভিনীত সিরিয়াল ‘কনক কাঁকন’।
বর্তমানে কলকাতার টিভি নাটকের জনপ্রিয় তারকা হলেও শ্বেতার জন্মস্থান দার্জিলিং। আর পিতৃনিবাস বাংলাদেশের রংপুরে। অভিনেত্রী শ্বেতা সময়-সুযোগ পেলেই তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন। তার বড় বোন রুজিরা বর্তমানে দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস দলীয় সাংসদ। বোনের জন্য ভোটের কাজ করতে গিয়ে শ্বেতা নিজেও জড়িয়ে গেছেন রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের গ্রীন সিগন্যাল মিলেছে তার। এই প্রসঙ্গে শ্বেতা জানান, সম্ভাবনা আছে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের ভোট যুদ্ধে নামার।
অভিনেত্রী শ্বেতা জানান, তার অভিনয়ে আসার পেছনে মা ও দিদির অনুপ্রেরণা ছিল বেশি। অভিনয়ের বাইরে নাচও করেন তিনি। এখন যোগ হয়েছে রাজনীতি। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তিনি। এরপর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে রয়েছে বলে জানান। শ্বেতার এমনিতেই পড়াশোনায় এক বছর বিরতি পড়ে গেছে। তাই পড়ালেখা নিয়ে মহাব্যস্ত তিনি। পাশাপাশি চলছে নির্বাচনী জনসংযোগ।
শুধু বাংলা নয়, হিন্দি সিরিয়ালেও শ্বেতা অভিনয় করেছেন। ‘জয় কানা হে লাল কি’ সিরিয়ালে ডালি চরিত্রে দেখা গেছে তাকে। এটি এবং ‘জড়োয়ার ঝুমকো’ এ দুটো সিরিয়াল তাকে বেশ পরিচিতি এনে দিয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment