১৫ হাজার কোটি টাকায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হচ্ছে
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। এজন্য খরচ করা হবে ১৫ হাজার কোটি টাকা।
দেশের পঞ্চম আন্তর্জাতিক ওই বিমানবন্দরটির উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়সভা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
প্রতিমন্ত্রী বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ বিমানবন্দর শুধু নীলফামারী, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর ও পাবর্তীপুরের মানুষের জন্য ব্যবহার হবে না। এটি নেপাল, ভুটান ও ভারতের একটি বড় অংশের মানুষ ব্যবহার করবে।’
মো. মাহবুব আলী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঢাকায় বসে মানুষ যেসব সুবিধা পায়, সব এলাকার মানুষ যাতে সমান সুবিধা পায়। এটি ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন, এ স্বপ্নের সফল বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী। তাঁর ঐকান্তিক ইচ্ছায় সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে মন্ত্রণালয়।’
১৫ হাজার কোটি টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করা হলে পাল্টে যাবে সমগ্র উত্তরাঞ্চলের চিত্র, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
বার্তাবাজার/এম.কে
from Bartabazar.com https://ift.tt/33XvhZV
via IFTTT
Comments
Post a Comment