স্পেনের গণমাধ্যমে নুসরাত হত্যার রায়
বাংলাদেশের ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়কে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে স্পেনের সংবাদ মাধ্যম। এ হত্যায় আদালত ১৬ জনের মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছেন সে সংবাদ স্পেনের জাতীয় দৈনিক ‘এল পাইস’, ‘এল পেরিয়োডিকো’, ‘লা ভানগুয়ারদিয়া’, টেলিভিশন চ্যানেল ‘লা সেক্সতা’, ‘টেলি সিঙ্কো’সহ স্থানীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
জাতীয় দৈনিক ‘এল পাইস’ নুসরাত হত্যা মামলার রায়ের সংবাদের শিরোনাম করে ‘বাংলাদেশে এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগে ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়।’
গত ২৪ অক্টোবর প্রকাশিত পত্রিকাটির সংবাদটিতে লিখা হয়, বাংলাদেশের একটি আদালত ১৯ বছর বয়সী এক তরুণীকে পুড়িয়ে মারার অভিযোগে ১৬ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। নুসরাত জাহান রাফি নামের ওই তরুণী মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ ছিল।
স্পেনের আরেক জাতীয় দৈনিক ‘এল পেরিয়োডিকো’ এর আন্তর্জাতিক বিভাগে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল, পেনা দে মুয়েরতে পারা ১৬ পারসোনাস পর কিমার ভিভা আ উনা খভেন এন বাংলাদেশ’। অর্থাৎ ‘বাংলাদেশে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য ১৬ ব্যক্তিকে মৃত্যুদণ্ড’।
নুসরাত হত্যার প্রতিবাদে নারী সংহতির ব্যানারে সংবাদ সংস্থা এএফফি‘র একটি ছবিও ‘এল পেরিয়োডিকো’ পত্রিকাটিতে প্রকাশিত হয়।
‘টেলি সিঙ্কো’ টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের শিরোনাম দেয়া হয়, নুসরাত জাহান রাফি তার নিজ ইসলামি স্কুলে যৌন হয়রানির অভিযোগ করায় তাকে জীবন্ত পুড়ানোর জন্য ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
নুসরাত জাহান হত্যাকাণ্ডের রায়ের খবর প্রকাশিত হয়েছে ‘লা সেক্সতা’ টেলিভিশনের ওয়েবসাইটেও। ২৫ অক্টোবর প্রকাশিত টেলিভিশনের ওই সংবাদে বলা হয়, ১৯ বছরের তরুণী নুসরাত জাহান নিজ ইসলামি বিদ্যালয়ের পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। অভিযোগ প্রত্যাহার করতে অস্বীকার করায় একাধিক ব্যক্তি তাকে জীবিত পুড়িয়ে দেয়। ওই তরুণীকে হত্যার দায়ে ১৬ ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত।
২৪ অক্টোবর ‘লা ভানগুয়ারদিয়া’ পত্রিকার আন্তর্জাতিক বিভাগে শিরোনাম হয়েছে, ‘এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার জন্য বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়’। সংবাদে উল্লেখ করা হয়, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় ১৯ বছর বয়সী নুসরাত জাহানকে তার স্কুলের ছাদে জীবন্ত পুড়িয়ে দেয়া হয়েছিল।
‘লা ভানগুয়ারদিয়া’ পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়, যে দেশে এরকম মামলার রায় হতে অনেক বছর লাগে, সেখানে নুসরাত হত্যার রায় খুব দ্রুত হয়েছে।
নুসরাত হত্যা মামলার রায়ের সংবাদ ‘এল মুন্ডো’, ‘এল ডিয়ারিও’, ‘এল কনফিডেনশিয়াল’সহ স্পেনের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা শুরু থেকেই গুরুত্বের সঙ্গে প্রচার করেছে স্পেনের সংবাদমাধ্যমগুলো। ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment