ভারত সফরে মেরকেল

ভারতে সফর করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লিতে পা রাখেন মেরকেল।

তার এই সফরে জার্মানি এবং ভারতের মধ্যে ২০টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো এই দুই নেতার সাক্ষাত হচ্ছে।

শুক্রবার খুব ব্যস্ত সময় কাটাবেন মেরকেল। সকালে তাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। সেখানে প্রধানমন্ত্রী মোদি তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর তিনি রাজঘাটে মহত্মা গান্ধী স্মৃতিসৌধে যাবেন।

রাজধানী দিল্লিতে ইন্ডিয়া-জার্মানি ইন্টার-গভর্নমেন্টাল কনসালটেশনের (আইজিসি) পঞ্চম সভায় অংশ নেবেন মেরকেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার এক টুইট বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত করবেন মেরকেল। এরপর তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন। তাদের এই বৈঠকে দু’দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত