জাপান সাগরে জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এবার এ পরীক্ষা চালিয়েছে জাপান সাগরে।

বৃহস্পতিবার উপকূল থেকে সাগরের দিকে জোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ নিয়ে চলতি বছর ১২তম বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।

এ বিষয়ে দেয়া এক বিবৃতিতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জানায়, তারা সাগরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের এ পরীক্ষা সফল হয়েছে। পাশাপাশি জাপান সাগরে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। খবর এএফপির।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থনৈতিক সমুদ্র সীমার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে জানিয়েছে তারা। তবে সেগুলো কী ধরনের এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সে সম্বন্ধে বিস্তারিত জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার ছোড়া ‘প্রজেক্টাইলগুলো’ দক্ষিণ পিয়ংগান প্রদেশ থেকে ছোড়া হয়েছে বলে তাদের ধারণা।

চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ছোড়া যায় এমন নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছিল। ক্ষেপণাস্ত্রটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলেও জানিয়েছিল তারা।

সাবমেরিন থেকে ছোড়া সম্ভব এমন ক্ষেপণাস্ত্রগুলোকে সাধারণত খুব কাছে চলে আসার আগে শণাক্ত করা কঠিন। বৃহস্পতিবার ছোড়া প্রজেক্টাইল দুটি জাপান সমুদ্রের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে জানিয়েছে জাপানের কোস্টগার্ড।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড