গুলশানের ওয়্যার হাউজে অবৈধ মদ-ফেনসিডিল
শুধু কূটনীতিকদের কাছে মদ বিক্রির অনুমতি ছিল ওয়্যার হাউজটির। তবে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানীর বিভিন্ন ক্লাবেও মদ সরবরাহ করে আসছিল গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ।
বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ির ওয়্যার হাউজটিতে যৌথ অভিযানে এসব অনিয়ম পেয়েছে র্যাব ও কাস্টমস।
র্যাব জানায়, ওয়্যার হাউজটির সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুত রেখেছিল এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করত। এছাড়া এখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো।
অভিযানে এখান থেকে অনুমোদনহীনভাবে মজুত রাখা ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৭ বোতল ফেনসিডিল ও সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, ওয়্যার হাউজটি থেকে বিভিন্ন ক্লাবে মদ সরবরাহ করা হতো এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বেশকিছু অসঙ্গতিসহ অনুমোদনের বাইরে বাড়তি মাদক পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাদক ও কাস্টমস অ্যাক্টে মামলা হবে বলে জানা গেছে।
বার্তাবাজার/এম.কে
from Bartabazar.com https://ift.tt/2Wb6uyM
via IFTTT
Comments
Post a Comment