প্রধানমন্ত্রীকে আগেই জানানো উচিত ছিল সাকিবের
সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা দেশের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্রেসিডেন্ট মুস্তফা কামাল আরও বলেন, সাকিবের উচিত ছিল বিষয়টি আগেই প্রধানমন্ত্রীকে জানানো।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব আল হাসান খুবই সহজ মানুষ, তাই তিনি এ ভুল করেছেন। এক বছরের জন্য তার নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি।
তিনি বলেন, নিজের ভুল স্বীকার করে সাকিব সততার প্রমাণ দিয়েছেন। তবে বিষয়টি বিসিবি কিংবা প্রধানমন্ত্রীকে জানানো উচিত ছিল তার।
এক ভারতীয় জুয়াড়ির সঙ্গে কথোপকথনের তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে সম্প্রতি দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছরের সাজা স্থগিত করা হয়েছে।
বার্তাবাজার/এমকে
Comments
Post a Comment