একমাস ধরে পানিবন্দি সাতক্ষীরার ২২টি গ্রামের মানুষ
সাতক্ষীরায় নদীর তলদেশ পলি জমে উচু হয়ে যাওয়ায় স্লুইস গেইট দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে পৌরসভাসহ ৩টি ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ একমাস ধরে পানি বন্দি হয়ে আছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে আগামী মৌসুমের বোরো চাষ, বেড়েছে পানিবাহিত রোগ। স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।
গত একমাস ধরে পানিবন্দি হয়ে আছে সাতক্ষীরা পৌরসভাসহ তিন ইউনিয়নের ২২টি গ্রামের নিচু এলাকা। এতে করে ঐ এলাকায় বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই সাথে বেড়েছে পানি বাহিত রোগ।
এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রসাশনের সহযোগিতায় সেচের মাধ্যমে চলছে পানি অপসরণের চেষ্টা। জেলা সদরের ধুলিহার ও সাগলার গেইট এ বসানো হয়েছে সেচ পাম্প।
জেলা প্রশাসক এম এম মোস্তাফা কামাল জানিয়েছেন, নদীর তলদেশ উচু হয়ে যাওয়ায় স্লুইচ গেইট দিয়ে পানি সরতে পারছে না। স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ চলছে বলেও জানান তিনি ।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবী বলছে, নদী ও খাল খননের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসি।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment