পুরস্কার নিতে অস্বীকৃতি কিশোরী গ্রেটার
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গ একটি পরিবেশবাদী বিষয়ক পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য পুরস্কার নয়, প্রয়োজন ক্ষমতাবানদের বিজ্ঞানের কথা শোনা। মাত্র ১৬ বছর বয়সে বিশ্বজুড়ে চলমান জলবায়ু আন্দোলনের নেতায় পরিণত হয়েছেন গ্রেটা।
সম্প্রতি একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা নরডিক কাউন্সিল স্টকহোম নরওয়ে ও সুইডেনে তার ভূমিকার জন্য তাকে একটি পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।
এ পুরস্কারের মূল্য প্রায় ৫২ হাজার ডলার। তবে গ্রেটার প্রতিনিধি জানান, পুরস্কার গ্রহণ করবেন না এ কিশোরী।
বরং এ পুরস্কারের ঘোষণা আসার পর জলবায়ু ইস্যুতে নরডিক দেশগুলোর ভূমিকার সমালোচনা করেন গ্রেটা।
বার্তাবাজার/কে.জে.পি
Comments
Post a Comment