গৃহহীনদের জন্য ঘর তৈরি প্রকল্পে দুর্নীতি

লালমনিরহাটে সরকারের ‘দুর্যোগ সহনীয় ঘর তৈরি প্রকল্পের’ ঘর পাওয়ার জন্য গৃহহীন লোকজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

এসব ঘর তৈরির জন্য ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন উপকরণ কিনে দিতে হয়েছে গৃহহীনদেরই। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

টিআর-কাবিখার বিশেষ বরাদ্দ বাতিল করে গত বছর থেকে গৃহহীনদের জন্য ‘দুর্যোগ সহনীয়’ ঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। প্রথম দফায় লালমনিরহাটে এই সুবিধার আওতায় এসেছে ২শ ৭৪টি পরিবার।

এর মধ্যে সদর উপজেলায় ৪৯টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এসব ঘর তৈরির জন্য ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন উপকরণ কিনে দিতে হয়েছে গৃহহীনদেরই। এছাড়া নির্মাণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। পাশাপাশি রয়েছে নানাভাবে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগও।

এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি পরবর্তীতে প্রকল্পের বরাদ্দ বাড়ানোর কথা জানান জেলা প্রশাসক।

লালমনিরহাট জেলার কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘কেউ টাকা নিয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। আর কোনো ত্ত্রুটির কথা আমাদের জানালে অবশ্যই আমরা উর্ধতন কতৃপক্ষকে জানাবো।’

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর বলেন, ‘যে ডিজাইন ছিলো, এবং যে পরিমান অর্থ বরাদ্দ ছিলো তাতে কাঠের বিষয়টি সেভাবে ধরা ছিলো না। নতুন যে কাজগুলো হবে সেগুলো তে ডিজাইন অনুযায়ী অর্থ বরাদ্দ হবে এবং কাজ গুলো টেকসই হবে।’

অনৈতিকভাবে অর্থ আদায় বন্ধসহ এই প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি ভুক্তভোগীদের।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত