রাস্তা এখন আবাদি জমি

রংপুরের পীরগঞ্জে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের নাকের ডগায় তরফমৌজা উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তা দিয়ে শত শত মাহিন্দ্রা ট্রাক্টর বালুর পয়েন্ট দৌরাত্মে রাস্তাটি আবাদি জমি হিসেবে পরিণত হয়েছে।

বর্তমানে রাস্তাটি মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এলাকাবাসী একাধিক অভিযোগ করেও কোন প্রতিকার হয়নি তাদের বিরুদ্ধে।

সরে জমিনে ঘুরে দেখা গেছে, তরফমৌজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মাস্টারের বালুর পয়েন্ট নামে খ্যাত হলেও সেখানে রয়েছে আরো কয়েকজন প্রভাবশালী বালু ব্যবসায়ী। তাদের ভয়ে এলাকার মানুষ প্রতিবাদ করার সাহস পায়না। ওই এলাকার প্রভাবশালী ফুল বাবু, গোপীনাথপুরের আকবার আলীর পুত্র আইয়ুব আলী, আবু তাহের, আব্দুল খালেক, আব্দুল জলিল নামে একেক জনের বেশ কয়েকটি বালুর পয়েন্ট থেকে বালু নিয়ে যাওয়ার কারণে রাস্তাটির বেহাল অবস্থা। হালচাষের মাধ্যমে কাঁদায় যেন ধান গাছ রোপণ করতে পারবে এলাকাবাসী।

এভাবে রাস্তাটিতে গর্তের সৃষ্টি হওয়ায় পথচারীরা যাতায়াত করতে পারছেন না। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চরমভাবে ভোগান্তির স্বীকার হচ্ছে। এলাকার সচেতন মহল মনে করেন, প্রশাসন যদি একটু সদয় হয়, শুধু বালুর পয়েন্ট নয়, হাজার হাজার মানুষের ভোগান্তি লাঘব হবে। তারা উপজেলা প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় কুমার মহন্ত জানান, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তবে এ ধরণের বালুর পয়েন্ট বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নিব।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত