সিরাজদিখানে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন।
বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চাঁন মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগ আহবায়ক সদস্য আরিফ রশিদ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ ভারপ্রাপ্ত সভাপতি এম.আর তালুকদার বাবু, সহ-সভাপতি কামাল হোসেন লাল, সাধারণ সম্পাদক শামীম চৌধূরী চঞ্চল, বালুচর ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি এ.বি সিদ্দিক মন্টু।
এছাড়া উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে
Comments
Post a Comment