‘বাবার নামে এতিমখানা করতে চাই’

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ‘দেহরক্ষী’ ছবিটি তাকে ঢালিউডে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। অভিনয়ের পাশাপাশি ববি বর্তমানে সিনেমা প্রযোজনাও করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই নায়িকা কথা বলেন তার পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়াসহ নানা বিষয় নিয়ে।

তিন শব্দে নিজেকে বর্ণনা করুন

আমি বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং অনুগত বন্ধু।

আপনার শৈশবের প্রিয় স্মৃতি কোনটি?

আমার প্রিয় স্মৃতিগুলো বাবাকে ঘিরে। আমি কখনোই ভুলতে পারব না তিনি সেদিন কতটা গর্বিত ছিলেন, যেদিন আমি স্কুলের কঠিন ভর্তি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলাম।

আপনাকে যদি কোনও দৈবশক্তি দেয়া হয়, কোনটি নেবেন?

আমি অদৃশ্য হয়ে যাওয়ার শক্তি চাইবো। যাতে বুঝতে পারি, আমার অনুপস্থিতিতে মানুষ আমার সম্পর্কে কী ভাবে। এছাড়া অদৃশ্য থেকে মানুষকে সাহায্যও করতে চাই।

আপনার ইচ্ছে তালিকার প্রথম তিনটি কী কী?

প্রথমত, আমি বিশ্ব ভ্রমণে যেতে চাই। দ্বিতীয়ত, বিদেশে অবস্থানরত আমার বোনের বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে চাই। তৃতীয়ত, আমার উচ্চতাভীতি (উড়োজাহাজে ভ্রমণ) আছে। এটা দূর করতে চাই।

সুযোগ পেলে কোন আন্তর্জাতিক তারকার সঙ্গে অভিনয় করতে চান?

আমার প্রথম পছন্দ হলিউড তারকা টম ক্রুজ ও বলিউড অভিনেত্রী শাবানা আজমিকে। এছাড়া সুযোগ পেলে নতুনদের মধ্যে প্রভাসের সঙ্গে কাজ করতে চাই।

ভ্রমণের জন্য আপনার প্রিয় জায়গা কোনটি?

নিঃসন্দেহে অস্ট্রেলিয়া আমার প্রিয় জায়গা।

আপনার প্রিয় খাবার কোনটি?

চটপটি এবং আইসক্রিম।

প্রথম কোন তারকার ওপর ক্রাশ খেয়েছিলেন?

বলিউড সুপারস্টার শাহরুখ খান।

আপনার সবসময়ের প্রিয় সিনেমা কোনটি?

যেকোনো একটির নাম বলা মুশকিল। কারণ আমার পছন্দের তালিকায় ‘দিপু নাম্বার টু’, ‘অরিজিনাল সিন’ এবং ‘মাসুম’-এর মতো বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

অন্য কোনো প্রাণী হতে পারলে কোনটি হবেন?

আমি সিংহ হবো। যেহেতু সিংহকে নেতৃত্বের প্রতীক হিসেবে ধরা হয়। সিংহের এই নেতৃত্বের গুণটা আমাকে অনুপ্রাণিত করে।

লটারি জিতলে কী করবেন?

বাবার নামে একটি এতিমখানা নির্মাণ করতে চাই।

ঘুম থেকে উঠে সর্বপ্রথম কোন কাজটি করেন?

আমি আমার সেলফোনটি চেক করি।

বার্তাবাজার/কে.জে.পি



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত