এশিয়া কাপের ফাইনাল : ভারতকে চেপে ধরেছে বাংলাদেশের যুবারা
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টসে হেরে প্রথমে বোলিংয়ে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ যুবা দল। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দলীয় ৮ রানেই টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে খেই হারা ভারত!
শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার সকালে টস জিতে বাংলাদেশকে প্রথমে বোলিংয়ে পাঠায় ভারত। সিদ্ধান্তটি আকবর আলিদের জন্য শাপে বর হয়ে এসেছে।
ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশ দলের তানজিম হাসান সাকিব। তার বলে কট বিহাইন্ড হন ভারতের ওপেনার অর্জুন আজাদ (০)। দলীয় ৬ রানে আরেকটি উইকেট হারায় টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। মৃত্যুঞ্জয় চৌধুরী বলে তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন তিন নম্বরে নামা তিলক ভার্মা (২)।
দলীয় স্কোরে আর দুই রান জমা পড়তেই রান আউট হয়ে ফেরেন ভারতের আরেক ওপেনিং ব্যাটসম্যান সুভেদ পার্কার (৪)।
বাংলাদেশের যুবাদের সামনে প্রথম শিরোপা জয়ের হাতছানি। আর ভারতের সামনে সপ্তম শিরোপা জয়ের সুযোগ। ১৯৮৯ থেকে শুরু হয়ে ২০১৮ পর্যন্ত ভারতের যুবারা এশিয়া কাপের শিরোপা জিতেছে ছয়বার। একবার জিতেছে আফগানিস্তান। অবশ্য ২০১২ আসরে ভারত-পাকিস্তান যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল।
The post এশিয়া কাপের ফাইনাল : ভারতকে চেপে ধরেছে বাংলাদেশের যুবারা appeared first on Zoom Bangla News.
Comments
Post a Comment