বেড়েছে সামুদ্রিক মাছের দাম

জুমবাংলা ডেস্ক : রুপালি ইলিশের সরবরাহ বাড়ায় চট্টগ্রামের ফিশারিঘাটে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বেড়েছে সামুদ্রিক মাছের দাম। এদিকে আগের চেয়ে কমতির দিকে দেশি মাছের দাম।

বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার এ ফিশারিঘাট। সকাল থেকে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে এ বাজার। গত কয়েক দিন ধরে টানাবর্ষণ হচ্ছে বন্দরনগরীতে। আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারেনি। এ কারণে বেড়ে গেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। গত সপ্তাহের তুলনায় ৫০-১০০ টাকা বেড়ে গেছে প্রতি কেজি সামুদ্রিক মাছ। তবে সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দাম। রুই-কাতলা-মৃগেল আগের থেকে ৩০-৫০ টাকা দাম কমেছে।

এক ব্যবসায়ী বলেন, রুই মাছ আগে ছিল ২৫০-২৩০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। মৃগেল মাছ আগে ছিল ২০০ টাকা, এখন চলছে ১৫০-১৬০ টাকা। কাতলা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অপর এক ব্যবসায়ী বলেন, এখন সামুদ্রিক যে কোনো মাছের দাম বাড়তি। লইট্টা মাছের কেজি ছিল ৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা।

গত সপ্তাহে রুপালি ইলিশের সরবরাহ কম ছিল, আজকে বাজারে রুপালি ইলিশের সরবরাহ বেড়েছে। এ কারণে ৫০-১০০ টাকা কমে গেছে ইলিশের দাম। তবে তা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে বলে মনে করেন ক্রেতারা।

মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, ৬০০-৭০০ টাকার ইলিশ এখন বিক্রি করছে ৫০০-৫৫০ টাকা। এ দামেও আমাদের মতো মানুষের ইলিশ কেনা কষ্টকর।

The post বেড়েছে সামুদ্রিক মাছের দাম appeared first on Zoom Bangla News.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত