বেড়েছে সামুদ্রিক মাছের দাম
জুমবাংলা ডেস্ক : রুপালি ইলিশের সরবরাহ বাড়ায় চট্টগ্রামের ফিশারিঘাটে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বেড়েছে সামুদ্রিক মাছের দাম। এদিকে আগের চেয়ে কমতির দিকে দেশি মাছের দাম।
বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার এ ফিশারিঘাট। সকাল থেকে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে এ বাজার। গত কয়েক দিন ধরে টানাবর্ষণ হচ্ছে বন্দরনগরীতে। আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারেনি। এ কারণে বেড়ে গেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। গত সপ্তাহের তুলনায় ৫০-১০০ টাকা বেড়ে গেছে প্রতি কেজি সামুদ্রিক মাছ। তবে সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দাম। রুই-কাতলা-মৃগেল আগের থেকে ৩০-৫০ টাকা দাম কমেছে।
এক ব্যবসায়ী বলেন, রুই মাছ আগে ছিল ২৫০-২৩০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। মৃগেল মাছ আগে ছিল ২০০ টাকা, এখন চলছে ১৫০-১৬০ টাকা। কাতলা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অপর এক ব্যবসায়ী বলেন, এখন সামুদ্রিক যে কোনো মাছের দাম বাড়তি। লইট্টা মাছের কেজি ছিল ৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা।
গত সপ্তাহে রুপালি ইলিশের সরবরাহ কম ছিল, আজকে বাজারে রুপালি ইলিশের সরবরাহ বেড়েছে। এ কারণে ৫০-১০০ টাকা কমে গেছে ইলিশের দাম। তবে তা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে বলে মনে করেন ক্রেতারা।
মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, ৬০০-৭০০ টাকার ইলিশ এখন বিক্রি করছে ৫০০-৫৫০ টাকা। এ দামেও আমাদের মতো মানুষের ইলিশ কেনা কষ্টকর।
The post বেড়েছে সামুদ্রিক মাছের দাম appeared first on Zoom Bangla News.
Comments
Post a Comment