পাশে রানু মণ্ডল, কাঁদলেন হিমেশ (ভিডিও)

রানাঘাটের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে মুম্বইয়ের রেকর্ডিং স্টুডিওতে রানুর জার্নির কথা বলতে গিয়ে এদিন গলা বুজে আসে হিমেশের। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। রানুর গাওয়া গান ‘প্যায়ার কা নগমা’র ভিডিও দেখে সেদিনই হিমেশ বুঝতে পেরেছিলেন যে এই কণ্ঠ ইশ্বরপ্রদত্ত। ‘সুপার সিঙ্গার’-এর মঞ্চেও রানু কীভাবে গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন উপস্থিত বিচারক তথা দর্শকদের, স্মৃতি রোমন্থন করে সেই কথাগুলো অনুষ্ঠানে বলতে গিয়েই ভীষণরকম আবেগপ্রবণ হয়ে পড়েন। একসময়ে গলা বুজে আসছিল তাঁর। রানাঘাটের স্টেশনে কেমন জীবনযাপন করতেন বাংলার রানু? সেকথা উপস্থিত দর্শকদের সঙ্গে শেয়ার করতে গিয়ে এদিন কান্নায় ভেঙে পড়েছিলেন মুম্বইয়ের খ্যাতনামা সংগীতকার হিমেশ রেশমিয়া।
The post পাশে রানু মণ্ডল, কাঁদলেন হিমেশ (ভিডিও) appeared first on Zoom Bangla News.
Comments
Post a Comment