বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে দুঃসাহসী সৌদি নারী
আন্তর্জাতিক ডেস্ক : রক্ষণশীল সৌদিতে নারীদের বোরকা ছাড়া রাস্তায় নামতে খুব একটা দেখা যায় না। কোনও নারী ভুল করে এমন দুঃসাহস দেখালেও তাকে শাস্তি পেতে হয়। কিন্তু সম্প্রতি দেখা গেল পরনে বোরকা নেই। মাথায় নেই সৌদি আবায়াও। রিয়াদের একটি শপিং মলে পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক পরে চুল উড়িয়ে চলছেন রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারী।
ইসলামী শাসন ব্যবস্থার এ দেশটিতে এমন পোশাক নিষিদ্ধ হলেও কয়েক মাস ধরে এভাবেই স্বাধীন চলাফেরা করছেন ৩৩ বছর বয়সী মাশায়েল আল-জালুদ।
পেশায় তিনি মানবসম্পদ বিশেষজ্ঞ। হাইহিলে শরীরী ভঙ্গিমায় ফুটে বেরুচ্ছে লাবণ্য। তরুণীর চালচলনে কোনো সংকোচ নেই।
পবিত্র দেশ সৌদি আরবে নয়া বিপ্লব আনতে চাইছেন জালুদ। তার দেখাদেখি জিন্স ও গেঞ্জি গায়ে দিয়ে সৌদির রাস্তায় নেমেছেন ২৫ বছরের আরেক তরুণী মানাহেল আল-ওতাইবি।

গত বছর ‘আবায়া’ পরার আইনে শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদিও সেটি এখনও রাজকীয় আইনে পরিণত হয়নি। এএফপি
The post বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে দুঃসাহসী সৌদি নারী appeared first on Zoom Bangla News.
Comments
Post a Comment