এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট
জুমবাংলা ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দৌড়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। পরে ছিনতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।
কামরুল হাসান সোহেল বর্তমানে কেরানীগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট এলাকায় একটি বাসে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ দেখতে পান ঠিক সামনের বাস থেকে এক ছিনতাইকারী জানালা দিয়ে যাত্রীর মোবাইল ছিনতাই করে দৌড় দেয়। ঘটনাটি দেখে তিনি তাৎক্ষণিক ছিনতাকারীর পিছনে পিছনে দৌঁড়াতে শুরু করেন। পরবর্তীতে সাইন্সল্যাব মোড়ে গিয়ে তাকে ধরতে সক্ষম হন।
এরপর তাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য নিউমার্কেট থানার এসআই মাসুদের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, বাসের জানালা দিয়ে দেখেই আমি দৌড় দেই। এভাবে যদি সবাই সবার স্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধীরা অপরাধ করার সাহস পাবেনা।
The post এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট appeared first on Zoom Bangla News.
Comments
Post a Comment