সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ
আপমার নিউজ ডেক্স: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ফিরোজ শেখ (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার।
সোমবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার বহেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বহেরায় ট্রাক দুর্ঘটনায় পাবনা জেলার এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার।
নিহতের নাম ফিরোজ শেখ পাবনা জেলার সুজানগর উপজেলার আবেদ আলীর ছেলে।
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, সোমবার ভোর ৫টার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো ১৬-৬১৯৩) সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছে সজোরে আঘাত করে।
এতে ঘটনাস্থলে নিহত হন ফিরোজ শেখ। আহত চালক ও হেলপারকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে
Comments
Post a Comment