ঝিনাইদহ পৌরসভায় মশক নিধনে ক্রাশ প্রগ্রাম
কাজল চৌধুরী, ঝিনাইদহঃ
ঝিনাইদহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে ব্যাক কর্মসুচি চালানো হচ্ছে। সচেতনা সৃষ্টির পাশাপাশি চলছে মশক নিধনে ওষুধ ছিটানোর কর্মসুচি। পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার আবাসস্থল ধ্বংস করার জন্য বিষ ছিটানো হচ্ছে। এই তথ্য জানান পৌরসভার সচিব মোস্তক আহম্মেদ মিল্টন। তিনি বলেন, ঝিনাইদহ পৌরসভার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম। তারপরও নাগরিকদের স্বস্তিতে রাখার জন্য ৯ জন কর্মী দিয়ে ড্রেন, নালা নর্দামা ও ঝোপঝাড়ে বিষ ছিটানো হচ্ছে। এই কর্মসুচি লাগাতার ভাবে চলবে। এতে ডেঙ্গুর প্রদুর্ভাব কমবে বলে সচিব মিল্টন আশা প্রকাশ করেন।
The post ঝিনাইদহ পৌরসভায় মশক নিধনে ক্রাশ প্রগ্রাম appeared first on DAILY NABOCHITRO.
Comments
Post a Comment