কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে সচেতন হবার আহবানঃপৌর মেয়র
নজরুল ইসলাম(কোটচাঁদপুর) ঝিনাইদহঃ
ডেঙ্গু রোগ নিয়ে আতংক নয়, প্রয়োজন শুধু সচেতনতা ও প্রতিরোধ এই শ্লোগান কে সামনে নিয়ে গতকাল রবিবার প্রগতিশীল নাগরিক সমাজ কোটচাঁদপুর এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি নিমাই চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শরিফুজ্জামান তুহিন, শরিফুজ্জামান আগা খান, মিডিয়া কর্মী খায়রুল হোসেন সাথী, শিক্ষক ইয়াকুব আলী ও শামছুদ্দীন আহাম্মেদ। প্রধান অতিরি বক্তব্যে পৌর মেয়র ডেঙ্গু রোগ নিয়ে আতংকিত না হয়ে সকল কে সচেতন হবার আহবান জানান।
The post কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে সচেতন হবার আহবানঃপৌর মেয়র appeared first on DAILY NABOCHITRO.
Comments
Post a Comment