চুয়াডাঙ্গার বদলে যাচ্ছে চুয়াডাঙ্গার সদর শংকরচন্দ্র দোয়াপাড়ার গ্রামের চিত্র
সেলিম রেজা,চুয়াডাঙ্গা:
গ্রাম হবে শহর,ভিলেজ-২০৪১ ইং সালের স্বপ্ন পূরণে চুয়াডাঙ্গা। মাননীয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র দাস ও উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর জনাব মোঃ ওয়াশীমুল বারী স্যারের মহতি উদ্যোগ ও পরিকল্পনায় চুয়াডাঙ্গায় সদর শঙ্করচন্দ্র ইউনিয়নের দোয়ার পাড়ার গ্রামের চিত্র গিয়েছে একেবারে পাল্টে ২০৪১ ইং সালে গ্রাম কি রুপ হবে তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসন দেখিয়ে দিলেন ২০১৯ ইং সালে।জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র দাস বলেনÑ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিলো“গ্রাম হবে শহর” আমরা সরকারের সে অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করছি। গ্রামীণ জনপদে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।
দোয়ারপাড়া গ্রামের মানুষ এখন শহরের অনেক সুবিধা পাচ্ছেন। রাতে সড়কে জ্বলে শহরের মতো আলো। ছেলেমেয়েরা পেয়েছে খেলার মাঠ। গড়ে তোলা হয়েছে বিনোদনকেন্দ্র ‘বেলা শেষে’। গ্রামের শ্রমজীবী মানুষ দিন শেষে একটু বিনোদন পেতে আসছেন এ বিনোদনকেন্দ্রে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা উপভোগের জন্য গ্রামে বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা হচ্ছে সুপেয় পানি ও পাঠাগারের। এক কথায় দোয়ারপাড়া গ্রামের মানুষ এখন শহরের অনেক সুবিধা পাচ্ছেন। এই কাজটির শেষ অবধি তত্ত্বাবধায়নে ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান।
The post চুয়াডাঙ্গার বদলে যাচ্ছে চুয়াডাঙ্গার সদর শংকরচন্দ্র দোয়াপাড়ার গ্রামের চিত্র appeared first on DAILY NABOCHITRO.
Comments
Post a Comment