বিষয় সম্পাদকীয়

জনি হাসান, বার্তা সম্পাদক, আমার নিউজ টুয়েন্টিফোর ডটকম

সম্পাদকীয় লেখাটা একটু কঠিন কাজই বটে। কারণ একটি পত্রিকার সম্পাদকীয় ওই পত্রিকার অনেক চিত্র তুলে ধরতে সক্ষম । যেমন সেটি রাজনৈতিক কিংবা অরাজনৈতিক, ডান কিংবা বাম ঘরানার, নারীর পক্ষে না বিপক্ষে , ক্ষমতাসীনের কতটুকু চাটলো বা উগ্র বাদিতা কিনা বলতে গেলে এরকম শ’খানেক বা প্রায় হাজার ক্যাটাগরিতে বিভক্ত করা সম্ভব। একটা পত্রিকার সম্পাদকীয় সাধারণত সেই পত্রিকার সম্পাদকের লেখনি হয়। এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয় কতটুকু স্বাভাবিক থাকছে এ নিয়ে আর কারো না থাক আমার সন্দেহ আছে। আমাদের বাংলাদেশে অন্তত দৈনিক, সাপ্তাহিক, মাসিক, অনলাইন নিউজ পোর্টাল কিংবা আঞ্চলিক পত্রিকা সবমিলিয়ে ধরা যাক ১০০০ জন সম্পাদক আছেন। সংখ্যাটা কম বেশি হতে পারে। প্রশ্ন গুলো সব আমার এখানে। ১০০০ পত্রিকা প্রায় সারা দেশে কোন না কোনভাবে পড়ে। কিন্তু তাদের সম্পাদকীয় কজন পড়ে আর কেনইবা পড়বে? পড়ার জন্য সম্পাদকীয়তে যা থাকার কথা তা আদৌ থাকে নাকি? যদি তাই থাকতো অন্তত এ দেশের মানুষ এই রাষ্ট্র সম্পর্কে যে পরিমাণ ভুল তথ্য জেনে আসছে তা সবই দূর হয়ে যেতো । ধরা হয় পত্রিকার সম্পাদক অন্তত গুণীজন, স্বশিক্ষিত। তাহলে কেন তাদের কাছ থেকে পাঠক অথবা জনগণ শিক্ষার আলো পাচ্ছে না । আমাদের এই দেশ যারা শাসন করে তাদের নিয়ে সম্পাদক সাহেবরা ন্যায় কে ন্যায় , অন্যায় কে অন্যায় বলে তাহলে শাসকশ্রেণীর ক্ষমতা আছে উল্টা কিছু করার? আমারতো মনে হয় নেই । এবার যে কথায় আসি তা সবারই জানা । প্রতিটি সম্পাদক বা কতিপয় সম্পাদকের জোট শাসকশ্রেণীর কোন না কোন শাখা ধরে বসে আছে । তারা সম্পাদকীয় নামের জীবিকা নির্বাহ করছেন । এর চেয়েও যে কথা জনগণ বেশি জানে, প্রায় প্রতিটি সম্পাদকের জন্মই শাখার মাধ্যমে ,। আমার এই লেখার মাধ্যমে অন্তত সব সম্পাদকের কাছে অনুরোধ দেশের কিংবা বিদেশের সমস্যা আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলুন। আর দেখুন দেশের শাসকদের বন্দুকের চাইতে কলমের জোর অনেক বেশি।



Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত