জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১:পাবনা
আমার নিউজ ডেক্স: পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।
রোববার রাতে সদর উপজেলার কুলুনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে একটি জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে রাত ৯টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলীসহ অপর তিনজন গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত রিপন আলী (৩০), সিদ্দিক আলী (৩৫) ও জিল্লুর রহমান (৩৫) এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর থানায় হিমাগারে রেখেছে।
Comments
Post a Comment