দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান

আমার নিউজ ডেক্স: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে।

এ ঘটনায় প্রায় ১০ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ ছিল।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট নামার সময় চাকায় ত্রুটি দেখা দেয়। তবে সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছে। দুর্ঘটনার সম্ভাবনা থাকায় রানওয়ের কার্যক্রম বন্ধ করা হয়। পরে ১১টার দিকে আবার রানওয়ে সচল হয়।

১০ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় বিমান ওঠানামার কোনো শিডিউল না থাকায় তেমন কোনো সংকট হয়নি বলে জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানবাহিনীর বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি তাদের ঘাঁটিতে নেয়া হয়েছে।



Comments

Popular posts from this blog

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি