Posts

Showing posts from August, 2019

শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষ মহিলাসহ আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দুইগ্রুপে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামে এ সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় দু’জনকে কুষ্টিয়া ও অন্যদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানা যায়, গত ১৩ আগষ্ট শাহাবাড়িয়া গ্রামের সাবু খন্দকারের উপর হামলা করে প্রতিপক্ষ সামাজিক মাতব্বর সোরাপ আলীর সমর্থকরা। সেই থেকে গ্রামটিতে স্থানীয় আওয়ামীলীগের সামাজিক দলাদলি গ্রুপদ্বন্দ্ব চরম আকার ধারন করে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে সোরাপ আলীর সমর্থক মিলন হোসেন প্রতিপক্ষ রফিকুলের সমর্থক লিটনের নিকট পাওনা টাকা চাইতে গিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে সামাজিকদ্বন্দ্বে উভয়গ্রুপ গ্রাম্য অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আসমা, বিলকিস, সবুরা, লিটন, রফিকুল, ছবেদ আলী, সাইফুল, রবিউল, মিলন, মনজেল, মজিদ ও আব্দুর রহিমসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় লিটন ও রফিকুল ইসলামকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া শৈলকুপা হাসপাতাল ও...

কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারী মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী রোগী মারা গেছে। মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে হাসপাতালে মারা যায়। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। গত ২৬ আগষ্ট প্রচন্ড জ্বর নিয়ে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। সুুফিয়া বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জানান, সোমবার সকালে সুফিয়া বেগম জ্বর মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর পর তাকে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর জানা যায় রক্তের প্লাটিলেট ১লাখ ৮০ হাজার এবং পিসিভি ৩৬ এবং এনএস-১পজেটিভ। এর পর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে বাথরুমে গিয়ে হঠাত বেশি অসুস্থ্য হয়ে পড়ে। এর পর তাকে পরিবারের লোকজন হাসপাতালের বেডে শুয়ে দিলে সেখানেই সে মারা যায়। স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ৩ জন ডেঙ্গু রোগী।

ওবায়দুল কাদেরের মতে গেজেটের চেয়ে কাজী নজরুলকে ধারণ করাই গুরুত্বপূর্ণ

আমার নিউজ ডেক্স: কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশের মাধ্যমে স্বীকৃতি দেয়ার চেয়ে বাস্তবে কর্মের মাধ্যমে তাকে ধারণ করাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শায়িত কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রসঙ্গত, জাতীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন আয়োজনে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে উল্লেখ করা হয়। তবে তাকে জাতীয় কবি ঘোষণা করা সংক্রান্ত সরকারি কোনো প্রজ্ঞাপন বা দলিল নেই। এ কারণে বহুদিন ধরে নজরুলকে গেজেটের মাধ্যমে এ স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়ে আসছেন নজরুলের পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। এ বিষয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, কাজী নজরুল জাতীয় কবি হিসেবে গ্রহণযোগ্য ও সমাদৃত। এটি শুধু মুখের কথা নয়। এটা আমাদের বিশ্বাসে, আমাদের প্রতিটি কর্মে প্রমাণ করছি। আমরা প্রত্যেকে কর্মে জাতীয় কবি হিসেবে তার চেতনাকে ধারণ করছি। তার স্বপ্নকে ধারণ করছি এটাই বড় কথা। জাতীয় কবি হিসেবে তাকে সম্মান করছি, শ্রদ্ধা করছি, এ...

আসিফ নজরুল বললেন রুমিনের সমালোচনার আগে একশবার ভোট চোরদের সমালোচনা করুন

আমার নিউজ ডেক্স: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্লট চেয়ে আবেদন করে সমালোচিত হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পাশে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ইসলাম। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিনের সমালোচকদের উদ্দেশে এই শিক্ষাবিদ বলেছেন, তার (রুমিনের) সমালোচনা করার আগে ভোট চোরদের সমালোচনা করেন। ব্যারিস্টার রুমিনের প্লটের আবেদনে সংবাদ নিয়ে যখন রাজনৈতিক মহলে তোলপাড় তখন নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন আসিফ নজরুল। সোমবার আসিফ নজরুলের ফেসবুক পেইজে দেয়া স্ট্যাটাসটি হুবহু পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো- ‘রুমিন দশকাঠা জমি চেয়ে কাজটা ভালো করেননি। তবে তার সমালোচনা করার আগে অন্তত একশত বার ভোট চোর, ব্যাংক চোর, প্রকল্প চোর, শেয়ার চোর আর ঘুষখোরদের নাম ধরে ধরে সমালোচনা করতে হবে আপনাকে। পারবেন? না পারলে রুমিনের সমালোচনা করার কোনো অধিকার আপনার নেই। কারণ রুমিন তাদের তুলনায় কোন অপরাধই করেননি। তিনি শুধু ভুল করেছেন, নৈতিকতার দিক দিয়ে অশুদ্ধ কাজ করেছেন। রুমিনকে সমালোচনা করার অধিকার আছে কেবল দুধরনের মানুষের। ...

২ বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা

আমার নিউজ ডেক্স: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশিসহ আরও তিনজন। স্থানীয় সময় রোববার রাত ৮টার দিকে ইস্টার্নক্যাপ প্রভিন্সের কেপটাউন থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মাউসবেরী এলাকায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে নিহতরা হলেন- আলম মোল্লা (৩৫), উজ্জ্বল মাঝি (৩৩) এবং অজ্ঞাত পরিচয় এক বিদেশি নাগরিক। গুলিবিদ্ধ হয়েছেন তুহিনসহ তিনজন। নিহত দুই বাংলাদেশির বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে। রোববার বাংলাদেশি মালিকানাধীন ওই দোকানে পাঁচ বাংলাদেশিসহ ছয়জন অবস্থান করছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাদের ওপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলে আলম মোল্লা ও উজ্জ্বল মাঝি এবং অজ্ঞাত পরিচয় বিদেশি মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা দোকানের টাকা-পয়সা এবং মালামাল কোনো কিছু নিয়ে যায়নি। অনেকের ধারণা, এটি কোনো ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ বলছেন, রোববার দুপুরে স্থানীয় কয়েকজন বখাটের সঙ্গে পণ্যের দাম ও ভ...

ট্রাম্প ইরানি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন!!

আমার নিউজ ডেক্স: কয়েক সপ্তাহের মধ্যেই ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জি৭ বৈঠকে তিনি এমন দাবি করেন। এতে দেশ দুটির মধ্যে ধূমায়িত অচলাবস্থার মোড় বিস্ময়করভাবে পরিবর্তন ঘটবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন। ম্যাঁক্রোন বলেন, মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠককে তিনি সহজ করে দিয়েছেন। ম্যাঁক্রোনের আমন্ত্রণে রোববার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বিয়ারিটসে এ সম্মেলনের ফাঁকে অনির্ধারিত ও নাটকীয় উপস্থিতির পর এমন ঘোষণা এসেছে। ৪১ বছর বয়সী এ ফরাসি নেতা বলেন, ব্যাপক কূটনীতি ও পরামর্শের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসান রুহানি ও ট্রাম্পের মধ্যে বৈঠকের পরিস্থিতি তৈরি করা হয়েছে। যদি পরিস্থিতি নির্ভুল হয়, তবে নিশ্চিতভাবে তাতে আমি একমত বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট যে সময়সূচি ঘোষণা করেছেন, তা বাস্তবিক কিনা জানতে চাইলে তিনি বলেন, বাস্তবিক। পাশাপাশি ট্রাম্প আত্মবিশ্বাসী যে, রুহানিও...

শিশুকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আমার নিউজ ডেক্স: রাজধানীর গেণ্ডারিয়ায় নিজের শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার সকালে স্বামীবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন। সোনিয়া হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। সোনিয়ার স্বামীর নাম আনোয়ার হোসেন। তারা বর্তমানে রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। আনোয়ার হোসেন জানান, তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। সোমবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। ভোরে খবর পেয়ে বাসায় এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মেয়েটি মারা যায়। তিনি বলেন, সিজার করে সন্তান হওয়ার পর থেকে সোনিয়া অসুস্থ ছিল। মানসিকভাবেও সুস্থ ছিল না। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। আর তার মা সোনিয়া মেডিসিন ওয়ার্ডের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ডেঙ্গুতে মারা গেলেন গৃহবধূ:ঝিনাইদহ

আমার নিউজ ডেক্স: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সুফিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়াত জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সুফিয়া বেগম সোমবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

রাজশাহীর আব্দুস সামাদের প্রাণদণ্ড:মানবতাবিরোধী অপরাধ

আমার নিউজ ডেক্স: একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়ার আব্দুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসার প্রাণদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। আব্দুস সামাদের বিরুদ্ধে উত্থাপিত চারটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিলেন আদালত। এটি ট্রাইব্যুনালের ৩৯তম রায়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এর আগে সোমবার রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে গত ৮ জুলাই রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা ও প্রসিকিউটর জাহিদ ইমাম। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। এর আগে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলাকালীন নাশকতার অন্য এক মামলায় গ্রেফতার হন আসামি আব্দুস সামাদ। ২০১৭ সালে ২৪ জানুয়ারি তাকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠ...

বিষয় সম্পাদকীয়

জনি হাসান, বার্তা সম্পাদক, আমার নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদকীয় লেখাটা একটু কঠিন কাজই বটে। কারণ একটি পত্রিকার সম্পাদকীয় ওই পত্রিকার অনেক চিত্র তুলে ধরতে সক্ষম । যেমন সেটি রাজনৈতিক কিংবা অরাজনৈতিক, ডান কিংবা বাম ঘরানার, নারীর পক্ষে না বিপক্ষে , ক্ষমতাসীনের কতটুকু চাটলো বা উগ্র বাদিতা কিনা বলতে গেলে এরকম শ’খানেক বা প্রায় হাজার ক্যাটাগরিতে বিভক্ত করা সম্ভব। একটা পত্রিকার সম্পাদকীয় সাধারণত সেই পত্রিকার সম্পাদকের লেখনি হয়। এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয় কতটুকু স্বাভাবিক থাকছে এ নিয়ে আর কারো না থাক আমার সন্দেহ আছে। আমাদের বাংলাদেশে অন্তত দৈনিক, সাপ্তাহিক, মাসিক, অনলাইন নিউজ পোর্টাল কিংবা আঞ্চলিক পত্রিকা সবমিলিয়ে ধরা যাক ১০০০ জন সম্পাদক আছেন। সংখ্যাটা কম বেশি হতে পারে। প্রশ্ন গুলো সব আমার এখানে। ১০০০ পত্রিকা প্রায় সারা দেশে কোন না কোনভাবে পড়ে। কিন্তু তাদের সম্পাদকীয় কজন পড়ে আর কেনইবা পড়বে? পড়ার জন্য সম্পাদকীয়তে যা থাকার কথা তা আদৌ থাকে নাকি? যদি তাই থাকতো অন্তত এ দেশের মানুষ এই রাষ্ট্র সম্পর্কে যে পরিমাণ ভুল তথ্য জেনে আসছে তা সবই দূর হয়ে যেতো । ধরা হয় পত্রিকার সম্পা...

বিধ্বংসী বোলিংয়ে রেকর্ড গড়লেন বুমরাহ

নবচিত্র স্পোর্টস ডেস্কঃ আট ওভারের টানা একটি স্পেল। তাতেই বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। আগুনে বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৭ রানে ৫ উইকেট। গড়েছেন দারুণ এক রেকর্ড। টেস্ট ক্রিকেটে ভারতের সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি এটিই। বুমরাহ পেছনে ফেলেছেন ভেঙ্কটাপাথি রাজুর ২৯ বছর আগের রেকর্ডকে। ১৯৯০ সালে চ-িগড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাবেক বাঁহাতি স্পিনার রাজু। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজুর রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েছিলেন হরভজন সিং। এই অফ স্পিনার কিংস্টনে ৫ উইকেট পেয়েছিলেন ১৩ রানে। সব দেশ মিলিয়ে বুমরাহর চেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে টেস্ট ইতিহাসে কেবল তিন জনের। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি মিডিয়াম পেসার বার্ট আয়রনমঙ্গার। ২০০২ সালে ঢাকায় বাংলাদেশকে গুঁড়িয়ে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জার্মেইন লসন। সবচেয়ে কম রানে ৫ উইকেটের বিশ্ব রেকর্ডটি এক অস্ট্রেলিয়ানের। ১৯৪৭ সালে ভারতের বিপক্ষে ব্রিজবেনে ২ রানে ৫ উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি গড...

সাকিব রশিদকে নিয়ে সতর্ক

নবচিত্র স্পোর্টস ডেস্কঃ যে গতিতে উন্নতি করছে আফগানিস্তান তাতে তাদের বিপক্ষে যে কোনো সংস্করণেই খেলা চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ নিতে সবচেয়ে ভালোভাবে সামলাতে হবে রশিদ খানকে। সাকিব আল হাসান মনে করেন, চট্টগ্রাম টেস্টে এই লেগ স্পিনার হতে পারেন বড় হুমকি। সীমিত ওভারের ক্রিকেটে সময়ের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে এরইমধ্যে প্রতিষ্ঠিত করেছেন রশিদ। ২০ বছর বয়সী স্পিনার ৬৮ ওয়ানডেতে ১৭.৮০ গড়ে নিয়েছেন ১৩১ উইকেট। ৩৮ টি-টোয়েন্টি ১১.৫৬ গড়ে তার উইকেট ৭৫টি। এখন পর্যন্ত দুটি টেস্ট খেলে ২৮.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছেন রশিদ। তার নেতৃত্বে টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। সাকিব মনে করেন, সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টেও সফল হতে পারেন রশিদ। “অভিজ্ঞতার দিক থেকে যদি বলি, আমরা এগিয়ে থাকব। কিন্তু ও বিশ্বমানের একজন বোলার। টেস্ট খেলেছে কেবল দুটি। সেদিক থেকে এই সংস্করণে ও একটু নতুন। তবে ও যে পরীক্ষিত খেলোয়াড় তা নিয়ে কোনো সংশয় নেই। সীমিত ওভারের ক্রিকেটে ও সফল হয়েছে। আর যেহেতু অন্য দুই সংস্করণে সাফল্য পেয়েছে টেস্টেও সফল না হওয়ার কোনো কারণ নেই। জয়-পরাজয়ের হিসাবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এ...

কোটচাঁদপুর হাইওয়ে রাস্তার পাশ দিয়ে শুরু হলো ড্রেনের কাজ,জনমনে স্বস্তি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হাইওয়ে রাস্তার পাশ দিয়ে ড্রেনের অবশিষ্ট কাজ শুরু হয়েছে। কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম (জাহিদ) জানান, ড্রেনের জন্য সাধারন মানুষের অনেক ভোগান্তি এই ড্রেনের মাধ্যমে কোটচাঁদপুর পৌর এলাকার জমে থাকা বাসাবাড়ি, হোটেল, বেকারীর নোংড়া পানি ও ময়লার জন্য দূর্গন্ধ সৃষ্টি হচ্ছে জমে থাকা পানির জন্য রাস্তা নষ্ট হচ্ছে তিরি আরো বলেন এ ড্রেন চালু হলে সাধারন মানুষের অনেক ভোগান্তি কমবে হবে বলে মনে করি। The post কোটচাঁদপুর হাইওয়ে রাস্তার পাশ দিয়ে শুরু হলো ড্রেনের কাজ,জনমনে স্বস্তি appeared first on DAILY NABOCHITRO .

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাচঁড়া দাসপাড়া (পূর্বপাড়া) এলাকার কার্ত্তিক দাস (৩৮) নামের এক মাদক সেবীকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এ রায় প্রদাণ করেন। কার্ত্তিক দাস কালীগঞ্জ পৌরসভার চাচঁড়া দাসপাড়া এলাকার মৃত-যুগোল দাসের ছেলে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মিলন মূখার্জী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জের চাঁচড়া দাসপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে কার্ত্তিক দাসকে মাদক সেবক করা অবস্থান আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে পাঁচ পুরিয়ায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আদালত বসিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম, এএসআই পাপিয়া সুলতানা, সিপাহি জিএম সহিদুল ইসলা...

চুয়াডাঙ্গার বদলে যাচ্ছে চুয়াডাঙ্গার সদর শংকরচন্দ্র দোয়াপাড়ার গ্রামের চিত্র

 সেলিম রেজা,চুয়াডাঙ্গা:   গ্রাম হবে শহর,ভিলেজ-২০৪১ ইং সালের স্বপ্ন পূরণে চুয়াডাঙ্গা। মাননীয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক  জনাব গোপাল চন্দ্র দাস ও উপজেলা নির্বাহী অফিসার চুয়াডাঙ্গা সদর জনাব মোঃ ওয়াশীমুল বারী স্যারের মহতি উদ্যোগ ও পরিকল্পনায় চুয়াডাঙ্গায় সদর শঙ্করচন্দ্র ইউনিয়নের দোয়ার পাড়ার গ্রামের চিত্র গিয়েছে একেবারে পাল্টে ২০৪১ ইং সালে গ্রাম কি রুপ হবে তা চুয়াডাঙ্গা জেলা প্রশাসন দেখিয়ে দিলেন ২০১৯ ইং সালে।জেলা প্রশাসক  জনাব গোপাল চন্দ্র দাস বলেনÑ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিলো“গ্রাম হবে শহর” আমরা সরকারের সে অঙ্গীকার বাস্তবায়নের জন্য কাজ করছি। গ্রামীণ জনপদে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। দোয়ারপাড়া গ্রামের মানুষ এখন শহরের অনেক সুবিধা পাচ্ছেন। রাতে সড়কে জ্বলে শহরের মতো আলো। ছেলেমেয়েরা পেয়েছে খেলার মাঠ। গড়ে তোলা হয়েছে বিনোদনকেন্দ্র ‘বেলা শেষে’। গ্রামের শ্রমজীবী মানুষ দিন শেষে একটু বিনোদন পেতে আসছেন এ বিনোদনকেন্দ্রে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা উপভোগের জন্য গ্রামে বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়েছে।...

কোটচাঁদপুরে ঘটা করে উদ্বোধন করা হলো তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ২০১৯

নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর কৃষি অফিসের আয়োজনে গতকাল সোমবার ঘটা করে উদ্বোধন করা হলো তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুর রশীদ, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান বাবলু , ফারজেল হোসেন, শহিদুজ্জামান সেলিম,এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন। বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। The post কোটচাঁদপুরে ঘটা করে উদ্বোধন করা হলো তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা ২০১৯ appeared first on DAILY NABOCHITRO .

কোটচাঁদপুরে ফলজ বৃক্ষ মেলা ২০১৯ অনুষ্ঠিত

মামুনার রশীদ,কোটচাঁদপুর,ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ফলজ বৃক্ষ মেলা-২০১৯ অনুষ্টিত। পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্ঠি সম্মত খাবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফলদ বৃক্ষ মেলার অনুষ্ঠান টি আজ সোমবার  ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালিত হয়। এখানে  উপস্থিত ছিলেন কোটচাঁদপুর  উপজেলা কৃষি অফিসার সাজ্জাত হোসেন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, ১নং সাফদারপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নওসের আলী নাসির, সাধারণ সম্পাদক খালিদ হাসান টুটু, ৫নং এলাঙ্গী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, কুশনা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আবু হোসেন, ইউপি চেয়ারম্যান হান্নান হোসেন, এছাড়াও অ...

মৌলভীবাজাররে রাজনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দবিস উপলক্ষে আলোচনা সভা

আব্দুল হাকমি রাজ,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজাররে রাজনগর উপজলোর ঐতহ্যিবাহী শক্ষিা প্রতষ্টিান,মোকামবাজার সয়ৈদ আঃ বারী সুন্নয়িা দাখলি মাদ্রাসার উদ্যোগে জাতরি জনক বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে ৪৪ তম শাহাদৎ র্বাষকিী ও জাতীয় শোক দবিস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠতি হয়ছে।ে সোমবার(২৬ আগষ্ট)বলো ৩ টায় মাদ্রাসার হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠতি হয়। প্রধান অতথিি হসিবেে উপস্থতি ছলিনে বাংলাদশে জাতীয় সুন্নি ওলামা-মাশায়খে পরষিদরে প্রতষ্টিাতা সভাপতি হাকীম মাওলানা আনছার আহমদ সদ্দিকিী। অত্র মাদ্রাসার সভাপতি সাংবাদকি আব্দুল হাকমি রাজরে সভাপতত্বিে অনুষ্টতি আলোচনা সভায় বশিষে অতথিি হসিাবে উপস্থতি থকেে বক্তব্য রাখনে, জাতীয় সুন্নি ওলামা-মাশায়খে পরষিদরে সলিটে জলো শাখার সভাপতি ক্কারী মাওঃ মনিহাজ্ব উদ্দনি, শামীম আহমদ, হাফজি জহি উদ্দনি চৌধুরী, মাওঃ আব্দুল মুকতি, আব্দুল হাই সোনা সহ মাদ্রাসার শক্ষিকবৃন্দ। The post মৌলভীবাজাররে রাজনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দবিস উপলক্ষে আলোচনা সভা appeared first on DAILY NABOCHITRO .

চিরকুট লিখে যুবকের আত্মহত্যা:মনিরামপুর উপজেলা

আমার নিউজ ডেক্স: যশোরের মনিরামপুর উপজেলায় মনিরুজ্জামান মনি (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পরনের ট্রাউজারের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। সোমবার সকালে উপজেলার আধা কিলোমিটার দূরে একটি বাগানের কাঁঠালগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মনিরুজ্জামান মনির উপজেলার ঘুঘুরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। উদ্ধারকৃত চিরকুটে মনির লিখেছেন- ‘গাড়ি কেনা, গুরুর কথা অমান্য করা, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স না করা, জমি বিক্রি করা, প্রথম বছর বিয়ে না করে যৌবন হারানো, বাড়ির ফার্নিচার তৈরি করা, পাপি পরিচালকের কথা শোনা, পাগলামি করে টাকা খরচ করা, স্বার্থপর না হয়ে এবং ঘরে বসে সময় নষ্ট করা সবই ছিল ভুল।’ এ ব্যাপারে নিহত মনিরুজ্জামানের ভগ্নিপতি সেলিম হোসেন জানান, বছরখানেক আগে বাবার মৃত্যুর পর তিনি বেসরকারি সংস্থার চাকরি ছেড়ে বাড়ি চলে আসেন। এর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন। এ জন্য তাকে স্নায়ু বিশেষজ্ঞ ডা. ছালিমুন বিশ্বাসের কাছে চিকিৎসা করানো হচ্ছিল। স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, চাকরি ছেড়ে বাড়িতে ফিরে মানসিকভাবে ভেঙে পড়া মনির কারও সঙ্গে না মিশে...

রাজস্থানে ১৪৪ ধারা

আমার নিউজ ডেক্স: ভারতের রাজস্থানে সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রোববার রাজ্যের মাধোপুর জেলার গঙ্গাপুর শহরে হিন্দু বিশ্ব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে এ সংঘর্ষের সূত্রপাত হয়। মাধোপুর পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, হিন্দু বিশ্ব সভার প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি স্থানীয় জামে মসজিদের কাছে পৌঁছাতেই তাদের স্লোগানের বিপরীতে মুসলিমরা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে র্যালিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে এবং উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ইতিমধ্যে কারুলি ও ভারতপুর থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

বাংলাদেশ ত্রিপুরা থেকে বিদ্যুৎ কিনবে না বাংলাদেশ

আমার নিউজ ডেক্স: ভারতের ত্রিপুরা থেকে নতুন করে বাংলাদেশ সরকার আর বিদ্যুৎ আমদানি করবে না। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদ্যুৎ খাতে সহযোগিতাসংক্রান্ত বাংলাদেশ-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস। আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ। বৈঠক শেষে বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেন, লাভজনক না হওয়ায় ভারতের ত্রিপুরা থেকে প্রস্তাবিত ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে না বাংলাদেশ। এ ছাড়া আমরা এমন কিছু জায়গা চিহ্নিত করেছি, যেগুলো নিয়ে কাজ করলে উভয় দেশ লাভবান হবে। ভারতের বিদ্যুৎ সচিব সুভাষ চন্দ্র গার্গ বলেন, আমরা আশা করছি- দ্রুত রামপাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তবে কবে নাগাদ উৎপাদনে আসবে সেটি তিনি জানাননি

বাবর আর নেই

আমার নিউজ ডেক্স: চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাবর অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাদ আসর বাবরের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর সেখান থেকে মরদেহ তার কলাবাগানের বাসায় নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে৷ আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন বাবর। এর পর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন খলনায়ক হিসেবে। এক যুগ আগে মনোয়োর হোসেন ডিপজলের ‘তের গুণ্ডা এক পাণ্ডা’ সিনেমায় সবশেষ অভিনয় করেছিলেন বাবর। খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচা...

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১:পাবনা

আমার নিউজ ডেক্স: পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। রোববার রাতে সদর উপজেলার কুলুনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে। পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে একটি জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রাত ৯টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলীসহ অপর তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত রিপন আলী (৩০), সিদ্দিক আলী (৩৫) ও জিল্লুর রহমান (৩৫) এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর থানায় হিমাগারে রেখেছে।

ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

আমার নিউজ ডেক্স: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঝালমুড়ি খাওয়া নিয়ে বাকবিতণ্ডায় মনির (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।রোববার রাতে উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির শহরতলির মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে ও শহরের মিদাদ শপিং সেন্টারের ব্যবসায়ী বলে জানা গেছে। পুলিশ এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রতিপক্ষের পাঁচজনকে আটক করেছে। তারা হলেন- ফুলছড়া চা বাগানের উত্তম তন্তবায়, সঞ্জীব, চন্দন, পল্পব নায়েক ও জাহাঙ্গীর। আটককৃতরা সবাই চা শ্রমিক বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। জানা যায়, রোববার ফুলছড়া চা বাগানে নাটমন্দিরের সামনে ঝালমুড়ি খাওয়া নিয়ে মনির ও তার এক বন্ধুর সঙ্গে কয়েকজন চা শ্রমিকের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে একদল চা শ্রমিক তাকে পিটিয়ে ছড়ায় ফেলে দেয়। খবর পেয়ে স্থানীয়রা মনিরকে ছড়া থেকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মনিরের সঙ্গে থাকা জহির মিয়াকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এদিকে এ ঘটনায় মুসলিমবাগ এলা...

শহীদ মিনার ভেঙে এমপির বাবার ম্যুরাল নির্মাণ!!!

আমার নিউজ ডেক্স: পাবনার সুজানগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভাষাশহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভেঙে স্থানীয় এমপির বাবার ম্যুরাল নির্মাণ করা হয়েছে। উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ম্যুরালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। শহীদ মিনার ভেঙে এমপির বাবার ম্যুরাল নির্মাণের ঘটনায় স্থানীয় শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে জেলা প্রশাসক ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, আজ থেকেই নতুন শহীদ মিনার নির্মাণকাজ শুরু হবে। সুজানগর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক বলেন, কলেজ পরিচালনা কমিটি জেলা ও উপজেলা প্রশাসনের পরামর্শে জায়গা নির্ধারণ করে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের অর্থায়নে ম্যুরালটি নির্মাণ করা হচ্ছে। আর শহীদ মিনারটি জীর্ণদশায় থাকায় এটি ভেঙে নতুন শহীদ মিনার তৈরির সিদ্ধান্ত রয়েছে। সাতবাড়িয়া কলেজের অধ্যক্ষ আবদুল বাছেত বাচ্চু বলেন, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবিরের বাবা মরহুম আহমেদ তফিজ উদ্দিন তিনবারের এমপি এবং দুবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। ১৯৬৬ সালে সাতবাড়িয়া কলেজ প্রতিষ্ঠায় তার অবদান রয়েছে। ত...

দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান

আমার নিউজ ডেক্স: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় প্রায় ১০ মিনিট বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম বন্ধ ছিল। সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর একটি এয়ারক্রাফট নামার সময় চাকায় ত্রুটি দেখা দেয়। তবে সেটি নিরাপদে অবতরণে সক্ষম হয়েছে। দুর্ঘটনার সম্ভাবনা থাকায় রানওয়ের কার্যক্রম বন্ধ করা হয়। পরে ১১টার দিকে আবার রানওয়ে সচল হয়। ১০ মিনিট রানওয়ের কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় বিমান ওঠানামার কোনো শিডিউল না থাকায় তেমন কোনো সংকট হয়নি বলে জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবাহিনীর বিমানটিতে নতুন চাকা সংযোজনের পর সেটি তাদের ঘাঁটিতে নেয়া হয়েছে।

মহাকাব্যিক ইনিংস:স্টোকস:টুইট

আমার নিউজ ডেক্স: চলতি অ্যাশেজ সিরিজে বুঁদ ক্রিকেটবিশ্ব। ক্রিকেটবোদ্ধাদের মতে, এ মুহূর্তে টেস্টের সেরা বিজ্ঞাপন ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে এ দুদল যে পর্যায়ের খেলা খেলছে, তা দেখে মুগ্ধ ভক্ত-সমর্থকরা। রোববার লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে তারা দেখেছেন বেন স্টোকসের মহাকাব্যিক ইনিংস। রীতিমতো রূপকথার গল্প লিখেছেন তিনি। ইংলিশ অলরাউন্ডারের অপরাজিত অবিশ্বাস্য ১৩৫ রানের ইনিংসে ভর করে শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। গেল ১৩২ বছরে এক ইনিংসে এত কম রান করে টেস্ট জিততে পারেনি কোনো দল। তবে সেটিই করে দেখিয়েছেন ইংলিশরা। নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৭৯ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান করেন অজিরা। ফলে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রান। খেলতে নেমে মাত্র ২৮৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেন তারা। তখনও দরকার ছিল ৭৬ রান। এর ৭৪ রানই করেন স্টোকস। সেখানে মাত্র ১ রান করে অপরাজিত থাকেন জ্যাক লিচ। শেষ পর্যন্ত তার হার না মানা ১৩৫ রানের ইনিংসে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পা...

সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ৩:দীঘিনালা উপজেলায়

আমার নিউজ ডেক্স: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন। সোমবার ভোরে দীঘিনালার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ কর্মী হলেন-জিতেন্দ্র চাকমা (৪৫), নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আইএসপিআর সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। এসময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিন জন মারা যায়। এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিরাপত্তাবাহিনীর কর্মীরা রোববার দিবাগত রাতে এই তিন জনকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে নির্জন এলাকায় তাদের লাশ দেখতে পান এলাকাবাসী। এদিকে ঘটনার পর পুরো এলাকায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে

ধোঁয়াশায় কেটে গেল ৬০ দিন: রিফাত হত্যা

আমার নিউজ ডেক্স: বরগুনা সদরে রাস্তায় ফেলে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ৬০ দিন পূর্ণ হলো আজ। গত ২৬ জুন নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। প্রকাশ্যে একজনকে কুপিয়ে খুনিদের ‘বীরদর্পে’ ঘটনাস্থল ত্যাগ করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। নাড়া দেয় বিবেক। দুই মাস অতিবাহিত হলেও এই মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখনও স্পষ্ট হয়নি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ। এক ধরনের ধোঁয়াশা কেটে গেছে ৬০টি দিন। রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দ্বিতীয় আসামি রিফাত ফরাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাকে রামদা দিয়ে কোপাচ্ছে। ঘটনার দিন থেকেই নিখোঁজ হয় এ দুই যুবক। এর ছয় দিন পর ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। ওই দিন রাতেই রিফাত ফরাজীকে...

ভিডিও ভাইরাল:জামালপুরের সেই ডিসি!!

আমার নিউজ ডেক্স: নারী অফিস সহকর্মীর সঙ্গে আপত্তিকর আচরণের ঘটনায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর ছিলেন মাস্তিপ্রিয়। তিনি সময়-সুযোগ পেলেই গানের আসর বসাতেন। ওই আসরে খালি গলায় নিজেও গান গাইতেন। তার গানের এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত বৃহস্পতিবার নারী সহকর্মীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের পর রোববার আহমেদ কবীরের গানের ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি বাসাবাড়িতে বসে ডিসি আহমেদ কবীর গান গাইছেন। সেখানে উপস্থিত কয়েকজন তার গান শুনছেন। কেউ কেউ তা মোবাইল ফোনে ভিডিও করেন। ৫ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে গান গাইতে থাকা ডিসি আহমেদ কবীরের পাশে খাটের ওপর বসা একজন নারীকেও দেখা যায়। পাশে আরও দুজন নারী-পুরুষ ছিলেন। ওবায়দুল হক রিপন নামে একজনের ফেসবুক পেজে আহমেদ কবীরের ভিডিওটি আপলোড করা হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে ভিডিওটি ৮ হাজার ২০০ জন দেখেছেন। ২২ জন শেয়ার করেছেন। সম্প্রতি জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের এক নারীকর্মীকে অন্তর...

হাইকোর্টের অসন্তোষ:সময়মতো মশার ওষুধ আনতে না পারায়

আমার নিউজ ডেক্স: সময়মতো কার্যকরী মশার ওষুধ বিদেশ থেকে আনতে না পারায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। কার্যকরী মশার ওষুধ কেনার দায় ঢাকার দুই সিটি করপোরেশনের পাশাপাশি সরকারও এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আদালত। সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ। শুনানিকালে ডিএনসিসির দাখিল করা প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে আনা নতুন দুই ধরনের কার্যকর মশার ওষুধ আনা হয়েছে। সেগুলো ১০ আগস্ট থেকে তা ছিটানো হচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে হাইকোর্টকে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসার বিষয়ে অবহিত করা হয়েছে। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিবেদনে আদালতকে বলা হয়েছে, ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ এ ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পক্ষ...

মহেশপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ এই দেশটিকে যারা জীবন বাজি রেখে স্বাধীন করেছে,আজ স্বাধীন দেশে বসবাস করে তারাই যদি পরাধীনতায় ভূগে তাহলে এর চাইতে বড় দুঃখ আর নাই,এই লজ্জা গোটা বাঙ্গালী জাতীর,একটি মুক্তিযোদ্ধা পরিবার রাস্তা বন্দী হয়ে অন্যের শত্রুতার জেরের স্বীকার হয়ে আজ অসহায় মানবেতর দিন পার করছেন!গত ৭০ বছর ধরে যেই রাস্তা দিয়ে চলাচল করে আসছে গত দুই মাস ধরে বাড়ীর পাশের মৃত মনোয়ার আলী মজুমদারের পুত্র সেকান্দার আলী ও জুলফিক্কার শত্রুতা করে রাস্তার মধ্যে গাছ লাগিয়ে বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর পরিবার টিকে রাস্তা বন্দী করে রেখেছে।ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজীরবেড় ইউপির ইসলামপুর গ্রামে।মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন,আমি আমার পরিবার নিয়ে নিজ বাড়িতে দীর্ঘ ৭০ বছর ধরে বসবাস করে এই এক রাস্তা দিয়েই চলাচল করে আসছি।বর্তমানেও আমার বাড়ি থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা।সেই রাস্তাটি সেকান্দার আলী ও জুলফিক্কার আলী আমার চলাচলের রাস্তায় গাছ লাগিয়ে যাতায়াত প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।এমতাবস্থায় আমি আমার বাড়ি থেকে বেরহতে বা প্রবেশ করতে অসুবিধায় পড়ছি।আমি উক্ত ব্যাক্তিদ্বয়দের সাথে কথা বলতে গেলে আমার ও আমার পরিবারে...

মহেশপুরে বিলে কীটনাশক প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।। ২৩ আগস্ট আনুমানিক রাত ৯ ঘটিকার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির তালসার গ্রামের পেতের বিলে কীটনাশক প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় বিলের আংশিক মাছ চাষীরা হতভম্ব হয়ে পড়েছে। তাহার জানান ১শ বিঘার বিলে ৫৫ জন চাষী মাছ চাষে সংযুক্ত রয়েছি। যারা পানিতে বিষ প্রয়োগ করেছে। তারাও এই বিলের সাথে সংযুক্ত। নির্ভরকারী মাছ চাষীরা জানান আনুমানিক ১৫ লক্ষ টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় । যারা এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে জন্য তদন্ত চলছে। এবং মামল করা হবে।

ডেঙ্গু থেকে সুরক্ষায় নলডাঙ্গায় নানা কর্মসূচী পালিত

আহসান কবির,ঝিনাইদহ “ডেঙ্গু নিয়ে আতংক নয়, সচতেনতার মাধ্যমে প্রেিরাধ কর” এই শ্লোগান নিয়ে ঝিনাইদহ সদররে নলডাঙ্গা ইউনিয়নে খেদাপাড়া স্বেচ্ছাসেবী সমাজ কল্যান সমিতির সদস্যরা রবিবার সকাল থেকে রাস্তায় নেমেছিল। তারা নিজ গ্রামের পাড়ায়,পাড়ায় গিয়ে সবাইকে সচেতন করতে নানা কর্মকান্ড পরিচালনা করেন। এ ছাড়া তারা র‌্যালি নিয়ে গ্রাম প্রদক্ষিন করেন এছাড়া বাড়ির আঙ্গিনা,মসজিদ,মন্দির,সরকারি অফিসের চারপাশ পরিস্কার কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে ঔষধ স্প্রে করেন। সংক্ষিপ্ত আলোচনা ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন,এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রতিটি স্থান যদি আমরা নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ডেঙ্গু সহ অনেক রোগ থেকে আমরা মুক্তি পাব। এ সময় গ্রামের মানুষও তাদেরকে নানা ভাবে সহযোগতিা করনে। The post ডেঙ্গু থেকে সুরক্ষায় নলডাঙ্গায় নানা কর্মসূচী পালিত appeared first on DAILY NABOCHITRO .

মহেশপুরে তালশার পেতুয়ার বিলের মাছ ছিলুফস গ্যাস ট্যাবলেট দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে

কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে সচেতন হবার আহবানঃপৌর মেয়র

নজরুল ইসলাম(কোটচাঁদপুর) ঝিনাইদহঃ ডেঙ্গু রোগ নিয়ে আতংক নয়, প্রয়োজন শুধু সচেতনতা ও প্রতিরোধ এই শ্লোগান কে সামনে নিয়ে গতকাল রবিবার প্রগতিশীল নাগরিক সমাজ কোটচাঁদপুর এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন  প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি নিমাই চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শরিফুজ্জামান তুহিন, শরিফুজ্জামান আগা খান, মিডিয়া কর্মী খায়রুল হোসেন সাথী, শিক্ষক ইয়াকুব আলী ও শামছুদ্দীন আহাম্মেদ। প্রধান অতিরি বক্তব্যে পৌর মেয়র ডেঙ্গু রোগ নিয়ে আতংকিত না হয়ে সকল কে সচেতন হবার আহবান জানান। The post কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে সমাজের সকলকে সচেতন হবার আহবানঃপৌর মেয়র appeared first on DAILY NABOCHITRO .

বন্ধুহাট দিয়ে শত্রুতা, প্রাচীর তুলে আটকে দেওয়া হয়েছে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ কুল্লাপাড়ায় প্রতিষ্ঠিত ‘বন্ধুহাট’ দিয়ে বাড়ানো হয়েছে শত্রতা। হাটের শ্রীবৃদ্ধি বাড়ানোর অজুহাতে দুই ব্যবসায়ীর দোকানের সামনে তুলে দেওয়া হয়েছে সিমানা প্রাচীর। আটকে দেওয়া হয়েছে তারে ৬টি দোকান। বাজারে কোথাও সিমানা প্রাচীর না থাকলেও শুধুমাত্র ওই দোকানগুলোর সামনে এই প্রচীর দিয়েছেন বন্ধুহাটের প্রতিষ্ঠাতারা। ব্যবসায়ীদের একজন আব্দুস সাত্তার অভিযোগ করেছেন তাদের সঙ্গে কেন এই শত্রতা করা হলো তা তারা নিশ্চিত নন। তবে ইতিপূর্বে বাজারের জায়গা দখল করে সেখানে ঘর নির্মান করতে গিয়েছিলেন স্থানিয় এক প্রভাবশালী। এতে বাঁধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শত্রুতা বাড়াতে প্রশাসনকে দিয়ে তিনিই এই কাজটি করিয়েছেন। তিনি আরো বলেন, এই প্রাচীর দেওয়ার কারনে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বর্তমানে তিনি পাশ^বর্তী আরেকটি বাজারে রাস্তার ধারে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন।  প্রশাসনের পক্ষ থেকে সৃষ্টিশীল প্রকল্প উল্লেখ করে প্রতিষ্ঠিত এই বন্ধুহাটটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়ায় অবস্থিত। সরেজমিনে হাটটি ঘুরে স্থানিয়দের সঙ্গে কথা বলে জানাযায়, কুল্লাপাড়া বাজারটি রাখ...

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার উপায়

মোঃ সালাহউদ্দিন, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন, ঝিনাইদহঃ দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে ঈদের আগে এবং পরে সড়ক দুর্ঘটনায় ২২৪ জন নিহত হয়েছে এবং মারাত্মক আহত হয়েছে ৯০৮ জন লোক। এভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কোন না কোন তাজা প্রাণ ঝরে যাচ্ছে। প্রতি বছর হাজার হাজার মানুষ পঙ্গু  হয়ে মানবেতর জীবন যাপন করছে। এই সব দুর্ঘটনার ফলে থমকে যাচ্ছে বহু পরিবার। সড়ক দুর্ঘটনায় যারা মারা যাচ্ছে এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব জীবন যাপন করছে একমাত্র তারাই এর কঠিন যন্ত্রণা এবং বাস্তবতা উপলব্ধি করতে পারে। এই কঠিন বাস্তবতা আপনার আমার জীবনে যে কোন সময় ঘটতে পারে। অতীতে আমরা বহু ইন্টেলেকচ্যুয়াল ব্যক্তিত্বদের হারিয়েছি। এখন প্রশ্ন হলো কেন এত দুর্ঘটনা ? এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই ? কোন একটা দুর্ঘটনা ঘটলেই বলা হয় নিয়ন্ত্রণ হারিয়ে  অথবা ফিটনেস না থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আমার পর্যবেক্ষণের আলোকে বলতে পারি শুধুমাত্র চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং রোড সাইন না বুঝে যেখানে সেখানে ওভারটেক করার কারণে ঘটছে এসব মারাত্মক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার অনেক কারণ রয়...

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাজল চৌধুরী, ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের মথুরাপুর এলাকায় তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৬৬ রোতল ফেন্সিডিল। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মামুনুর রহমান (২৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন (২৬)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাসী শুরু করলে আরোহী ২ জন ধারালো অস্ত্র গিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলিছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের দুই জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেন্সিডিল ও জব্দ করা হয় মাদক বহনকারী মোটর সাইকেল। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপ...

ঝিনাইদহ পৌরসভায় মশক নিধনে ক্রাশ প্রগ্রাম

কাজল চৌধুরী, ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধনে ব্যাক কর্মসুচি চালানো হচ্ছে। সচেতনা সৃষ্টির পাশাপাশি চলছে মশক নিধনে ওষুধ ছিটানোর কর্মসুচি। পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার আবাসস্থল ধ্বংস করার জন্য বিষ ছিটানো হচ্ছে। এই তথ্য জানান পৌরসভার সচিব মোস্তক আহম্মেদ মিল্টন। তিনি বলেন, ঝিনাইদহ পৌরসভার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম। তারপরও নাগরিকদের স্বস্তিতে রাখার জন্য ৯ জন কর্মী দিয়ে ড্রেন, নালা নর্দামা ও ঝোপঝাড়ে বিষ ছিটানো হচ্ছে। এই কর্মসুচি লাগাতার ভাবে চলবে। এতে ডেঙ্গুর প্রদুর্ভাব কমবে বলে সচিব মিল্টন আশা প্রকাশ করেন। The post ঝিনাইদহ পৌরসভায় মশক নিধনে ক্রাশ প্রগ্রাম appeared first on DAILY NABOCHITRO .

অপহৃত স্কুলছাত্রের লাশ মিলল পুকুরে

আমার নিউজ ডেক্স: গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় অপহরণের দুদিন পর চতুর্থ শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম স্যামুয়েল সরকার (১০)। রোববার দুপুরে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্যামুয়েল সরকার একই উপজেলার কলিগ্রামের দানিয়াল সরকারের ছেলে। সে তালভেড়ী মিশনারি স্কুলের চতুর্থ শ্রেণি ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদার (৩০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। তিনি একই এলাকার প্রভাষ মজুমদারের ছেলে। এদিকে এলাকাবাসী স্যামুয়েল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। নিহতের মা জুলিয়া টিয়া সরকার জানান, গত শুক্রবার সকাল ৯টার দিকে আমার ছেলে স্যামুয়েলকে একই এলাকার রিংকু মজুমদার পাখি মারার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। অনেক খোঁজাখুঁজির পর রোববার সকালে এলাকাবাসী স্থানীয় একটি পুকুরে ছেলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠায়। আমার একমাত্র ছেলের হত্যার বিচার চাই। মরদেহ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসী রিংকুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছি...

বিএনপির রুমিন পূর্বাচলে ১০ কাঠার প্লট চান

আমার নিউজ ডেক্স: বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছেন। গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন করেন। জাতীয় সংসদের প্যাডে পাঠানো ওই চিঠিতে রুমিন লেখেন- ‘ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।’ আমার নামে ১০ কাঠা প্লট বরাদ করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে জানতে রুমিন ফারহানার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পায়। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দেয়। ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। গত ৯ জুন একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নেন রুমিন ফারহানা। শপথ শেষে রুমিন বলেন, ‘এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। গঠিত হওয়ার পর আমি দ্ব্যর্...

আন্তর্জাতিক চাপ:আমাজন বাঁচানোর একমাত্র পথ

আমার নিউজ ডেক্স: আমাজন বনাঞ্চল ধ্বংসের মাধ্যমে ব্রাজিল সরকার আত্মঘাতী উপায় বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির একজন শীর্ষ বিজ্ঞানী। এই পথ থেকে ব্রাজিল সরকারকে সরানোর একমাত্র উপায় আন্তর্জাতিক চাপ বলে মনে করেন সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজের সিনিয়র গবেষক কার্লোস নোবরে। গত কয়েক বছর ধরে বনাঞ্চল ধ্বংস হচ্ছে জানিয়ে এই বিজ্ঞানী বলেন, প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের আমলে এর গতি বেড়েছে। পরিবেশ সংস্থাকে দুর্বল করে এবং খনি ওয়ালা, কৃষক ও কাঠুরেদের সমর্থন দিয়ে বলসোনারোর সরকার বনাঞ্চল ধ্বংসে উৎসাহ দিচ্ছে বলে জানান তিনি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। প্রতিদিন রেকর্ড গতিতে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজন জঙ্গল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট ফর স্পেস রিসার্চ (আইএনপিই) বলছে, এ বছর আগস্ট পর্যন্ত ব্রাজিলে ৭৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি আগুনের ঘটনা আমাজন জঙ্গলে, যা আগের বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। পরিবেশবাদীরা বলছেন, আমাজনকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করার সরকারি নীতির কারণে...

কারো কথায় বিদেশ যাবেন না: প্রধানমন্ত্রী

আমার নিউজ ডেক্স: কারো মুখরোচক কথায় কিংবা দালালের খপ্পরে পড়ে প্রবাসে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান তিনি। কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু দালাল সোনার হরিণের স্বপ্ন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মানুষকে বিদেশ পাঠায়। মানুষ যাতে ওদের মুখরোচক কথায় ধোঁকাবাজিতে না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এভাবে কোথায়ও গিয়ে কেউ যেন অকালে হারিয়ে না যায়।

বাংলাদেশ শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল

আমার নিউজ ডেক্স: শ্রীলংকাকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা ধরে রাখার লড়াইয়ে শ্রীলংকাকে ৭-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে এই সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল বর্তমান শিরোপাধারীরা। আজকের ম্যাচে জয়ের ব্যবধান হতে পারত আরও বড়। কিন্তু কিছু ভুলে সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। তবে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে দিয়ে ৭-১ গোলের ব্যবধানে পাওয়া জয়টিও কম কিসে।

সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ

আপমার নিউজ ডেক্স: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ফিরোজ শেখ (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার। সোমবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার বহেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বহেরায় ট্রাক দুর্ঘটনায় পাবনা জেলার এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার। নিহতের নাম ফিরোজ শেখ পাবনা জেলার সুজানগর উপজেলার আবেদ আলীর ছেলে। দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, সোমবার ভোর ৫টার দিকে ট্রাকটি (ঢাকা মেট্রো ১৬-৬১৯৩) সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হন ফিরোজ শেখ। আহত চালক ও হেলপারকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে

গুলিবিদ্ধ ২ মাদক ব্যবসায়ী আটক:ঝিনাইদহ

আমার নিউজ ডেক্স: ঝিনাইদহের মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইশ্বরবা গ্রামের জাবুল হোসেন (২৪) এবং একই গ্রামের মামুনুর রহমান (৩০)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে ফেনসিডিলের চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা মাগুরার দিকে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা ও সদর থানা পুলিশ। বেলা ১১টার দিকে ঝিনাইদহের মথুরাপুর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। পুলিশ দেখে মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপরে আক্রমণ করার চেষ্টা করে। পুলিশ তাদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ৬৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান ওসি।

তদন্ত করে সেই ডিসি ও নারী সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

আমার নিউজ ডেক্স: অনৈতিক কাজ করায় জামালপুরের বিতর্কিত ডিসি আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এবার তদন্ত করে সাবেক এই ডিসি ও নারী সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জামারপুরের ডিসি অনৈতিক কাজ করেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হযেছে। অধিকতর তদন্তের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ‘পাশাপাশি যে নারীর নাম এসেছে তাকেও তদন্তের আওতায় আনা হবে। এক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, জেলায় একজন ডিসি অনুকরণীয় ব্যক্তি। তার কাছ থেকে এরকম অনৈতিক কর্মকাণ্ড কাম্য না। তার বিরুদ্ধে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে। ফরহাদ হোসেন বলেন, আহমেদ কবীরকে এর আগে শুদ্ধাচার পদক দেয়া হয়েছিল। সেটা ফিরিয়ে নেব। আগামীতে ডিসি নিয়োগের ক্ষেত্রে নৈতিকতা বিবেচনা করে নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভ...

ভুল বিষয়

জনি হাসান বিশ্বাস বিশ্বাসই সমস্ত সময় বেঁচে থাকার উপায় যদিওবা অযৌক্তিক ভয় কাজ করে তবুও মিথ্যা দর্শনই শেষ পর্যন্ত। চলতি বিষয়ের বিপরীত উপায় তর্কের বড় মাধ্যেম ভাল কিংবা খারাপ এমন নয় সম্ভবত নোংরামী অনেক সময়। উপলব্ধির বিষয় একান্ত সতন্ত্র তারপরও সমগোত্রিয় হওয়া সম্ভব।

কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন

মামুনার রশীদ সুমন(কোটচাঁদপুর) ঝিনাইদহঃ শুক্রবার হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার। তার পবিত্র জন্মতিথিকে জন্মাষ্টমী বলা হয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -৩ মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আযম খাঁন চঞ্চল, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম জাহিদ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলি, কোটচাঁদপুর মডেল থানা পুলিশ, কোটচাঁদপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই দে, সাধারন সম্পাদক রবিন্দ্রনাথ রায়, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব ঘোস, সাধারন সম্পাদক দিবস সিংহ, ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুব্রত চক্রবর্তী।  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কোটচাঁদপুর  উপজেলা শাখার প...

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই’শ ছাড়িয়েছে

কাজল চৌধুরী, ঝিনাইদহঃ ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই’শ ছাড়িয়েছে। শনিবার (২৪ আগষ্ট) দুপুর পর্যন্ত নতুন রোগী ভর্তি হয়েছে ৩১ জন। ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্দুল কাদের এই তথ্য জানান। তিনি বলেন ৪৯ দিনে সারা জেলায় দুই’শ রোগী আক্রান্ত হয়েছে। প্রতিদিন গড়ে ৪ জন করে রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে শিশু, পুলিশ, প্রকৌশলী, ব্যাবসায়ী ও সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ৬ জুলাই ঝিনাইদহে জেলায় প্রথম ডেঙ্গু রোগী সনাক্ত হয়। তবে মৃত্যুর কোন রেকর্ড নেই। ১৫৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অপুর্ব কুমার। এদিকে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কিছুদিন প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সংস্থার দৌড়ঝাপ লক্ষ্য করা গেলেও এখন শহরে দৃশ্যত কোন কর্মসুচি নেই। মশক নিধনের জন্য কোন ওষুধও ছিটানো হচ্ছে না। ফলে জেলায় ডেঙ্গু নিয়ন্ত্রনে আশার কোন আলো দেখতে পাচ্ছে না ভুক্তভোগীরা। প্রতিদিন ডেঙ্গু আক্রান্তর যে পরিসংখ্যান ছিল তা কমছে না। The post ঝিনাইদহে ডেঙ্...

ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই

Image
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে আটটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর। ন্যাপের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক মোজাফফর আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত ১৪ আগস্ট থেকে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। মুক্তিযুদ্ধকালে মোজাফফর আহমদ মুজিবনগর সরকারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

আবারও স্থগিত হয়ে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন

Image
রোহিঙ্গা শরনার্থীদের স্বদেশে মিয়ানমারে প্রত্যাবাসন করা হচ্ছেনা। গত মঙ্গলবার ও বুধবার সাক্ষাৎকার নেয়া ২৯৫ জন রোহিঙ্গা শরনার্থীর মধ্যে ১ জন শরনার্থীও প্রত্যাবাসনে রাজী না হওয়ায় বৃহস্পতিবার পূর্বনিধারিত প্রত্যাবাসন প্রক্রিয়া মূলত স্থগিত করা হয়েছে। উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ২৬ নম্বর ইউনিটে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) এ কথা জানান। মিয়ানমার সরকারের কাছে বাংলাদেশ সরকারের দেয়া ২২ হাজার রোহিঙ্গা শরনার্থীর তালিকা হতে গত ১৫ আগস্ট ৩ হাজার ৪ শ’ ৫০ জন রোহিঙ্গা শরনার্থীর আজ ২২ আগস্ট মায়ানমারে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দেয়। এ ছাড়পত্রের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার প্রত্যাবাসনের জন্য সমস্ত আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করে। প্রত্যাবাসনের জন্য ছাড়পত্র পাওয়া ৩৪৫০ জন রোহিঙ্গা শরনার্থীর মধ্যে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার কুতুপালং শালবন ক্যাম্পের ২৯৫ জন শরনার্থীর ইউএনএইচসিআর কর্তৃপক্ষ সাক্ষাৎকার নেয়। কিন্তু একজন রোহিঙ্গা শরনার্থীও স্বদেশে মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী...

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

Image
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার কক্ষ ও ওই হলের সভাপতি হাসান আলীর কক্ষসহ তিনটি কক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলমের কক্ষে এ ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র বলছে, জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করতে যান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ। সেখানে তাকে বাধা প্রদান করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনের অনুসারীরা। এ সময় তাদের মধ্যে দীর্ঘক্ষণ বাগবিতণ্ডা চলে। এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলমের ৪০৭ নম্বর কক্ষে ভাঙচুর চালায় ফয়সাল আযম ফাইন। পরে তার নেতৃত্বে শহীদ মুখতার ইলাহী হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া...

বিকেএসপি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ ক্রিকেটার আহত

Image
বিকেএসপি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের তিন ক্রিকেটার আহত হয়েছেন। শ্রীলংকার সঙ্গে ম্যাচ খেলার পর বুধবার (২১ আগস্ট) রাতে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনার শিকার হয় ক্রিকেটারদের বহনকারী বাস। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। আহত তিন ক্রিকেটার হলেন— জাতীয় দলের জার্সিতে খেলা জাকির হোসেন, বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানা, তরুণ পেসার মানিক খান। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বিসিবি একাডেমি ভবনে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাভারের বিকেএসপিতে শ্রীলংকার বিপক্ষে ইমার্জিং সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে কোস্টারে করে ঢাকায় ফিরছিলেন উদীয়মান তিন ক্রিকেটার। তিন জনেই মূল ম্যাচে স্ট্যান্ডবাই ছিলেন। এর আগে ম্যাচের একাদশের খেলোয়াড়রা টিম বাসে ফেরেন আগেই। স্ট্যান্ডবাইয়ে থাকা ক্রিকেটাররা পরে কোস্টারে করে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর একটি বাসের মুখোমুখি সংঘর্ষের শিকার হয় ক্রিকেটারদের বাহনটি। এ ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন জাকির হোসেন। বাকি দু’জন বুকে আঘাত পেয়েছেন। ...

গলিতে গলিতে গ্যাং কালচার, বাড়ছে কিশোর অপরাধ

Image
কিছুতেই থামছে না কিশোর অপরাধ। উঠতি বয়সী শিশু-কিশোররা জড়িয়ে পড়ছে মাদক চোরাচালান, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিত্ব ও খুনের মতো ঘটনায়। এলাকায় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলার পাশাপাশি নিজেদের নানা নামে পরিচয় করিয়ে দিচ্ছে তারা। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না থাকা ও পারিবারিক অনুশাসনের অভাবে নানা অপরাধে জড়িয়ে পড়ছে শিশু-কিশোররা। বয়স মাত্র সাত। এসব শিশুদের ব্যবহার করা হচ্ছে ছিনতাইয়ের কাজে। আবার বন্ধুদের হাত ধরেও মরণ নেশা মাদকে পা রাখছেন অনেক কিশোর। স্কুল-কলেজ এবং এলাকায় আধিপত্য বিস্তার কিংবা দ্বন্দ্ব মেটাতে শিশু-কিশোররা কয়েকজন মিলে গড়ে তুলছে গ্যাং বাহিনী। প্রযুক্তির সহজলভ্যতায় এবং পাশ্চাত্য ধারা অনুকরণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নস্থানে নিজেদের পরিচয় করছে বিচিত্র সব নামে। ২০১৭ সালে ফেব্রুয়ারিতে উত্তরায় আদনান হত্যার পর আলোচনায় আসে কিশোর গ্যাং কালচার। বর্তমানে রাজধানীর হাজারীবাগ, চকবাজারসহ বিভিন্ন এলাকায় ২০টিরো বেশি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এরমধ্যে উত্তরার আশেপাশের এলাকায় এফএইচবি, ডিসকো বয়েস, নাইনস্টারসহ ১০টিরও বেশি গ্যাং গ্রুপ রয়েছে। সমাজ বিজ্ঞানীরা বলছেন, কিশোর অপরাধ দমনে শিশু-কি...