Smiley face

ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ঘটনা ঘটে।

বেলা পৌনে ২টার সময় নতুন ভিপি নুরুল হক হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন। তিনি তাঁর সহকর্মীদের নিয়ে টিএসসিতে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নুরুল।

এ সময় মিছিল নিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ডাকসু নির্বাচনে কোটা আন্দোলনকারীদের প্যানেলের সদস্যদের ওপর হামলা করেন। ধাওয়া খেয়ে নুরুল ও অন্য সহকর্মীরা টিএসসির ভেতর ঢুকে পড়েন।

ছাত্রলীগ সেখানে কয়েকজনকে মারধর করেন এবং স্লোগান দেন।

গতকাল ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্রলীগের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নুরুল হক। ছাত্রলীগ এই বিজয় মেনে নেয়নি। তারা এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।

Smiley face

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here