Smiley face

বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান বলে জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।

ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আজ রোববার দুপুরে বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমনকি হুইলচেয়ারে বসার যে পাদানি থাকে, সেখানে ঠিকমতো পা রাখতে পারেন না।’

তিনি আরো বলেন, ‘উনার যে ইচ্ছাটা, ইউনাইটেড হাসপাতালে উনি চিকিৎসা নিয়ে থাকেন, ওখানে নিজস্ব যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যারা সারা জীবন উনাকে দেখছেন, তারা ওখানে আছেন, তাদের অধীনে চিকিৎসা নিতে।’

আজ সকাল থেকেই খবর ছড়িয়ে পড়ে যে আজকের কোনো একসময় সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা হবে। হাসপাতাল কর্তৃপক্ষও সে ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে আসেননি। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ জানায় খালেদা জিয়া বিএসএমএমইউয়ে চিকিৎসা নেয়ার ব্যাপারে অনাগ্রহী।

হাসপাতালের কেবিন ব্লকের সামনে গণমাধ্যমের কাছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল হারুন বলেন, ‘কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ আসবেন না। আমরা প্রস্তুত ছিলাম, মেডিকেল বোর্ড প্রস্তুত ছিল, কেবিন প্রস্তুত ছিল।’

Smiley face

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here