'খাবার চাওনা বাহে, অ্যাকনা কম্বল দেও'
'মুই খাবার চাওনা বাহে, মোক অ্যাকনা কম্বল দেও। মরণের ঠাণ্ডার হাত থাকি বাঁচোং।'
রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে পার্শ্ববর্তী তিস্তার ঢুষমারা চর থেকে আসা জমিলা বেওয়া (৬৫) সবার কাছে শীতের হাত থেকে বাঁচতে এভাবে আকুতি করছিলেন। গত এক সপ্তাহ ধরে রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের অভাবি মানুষের শীত নিবারণে গণ অগ্নিকুণ্ডই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে শীতবস্ত্রও রয়েছে অপ্রতুল।
Comments
Post a Comment