প্রাইস ওয়াটারহাউজ নিষিদ্ধ ভারতে

ভারতের সফটওয়্যার কোম্পানি সত্যম কম্পিউটার সার্ভিসের এক বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক দুর্নীতির ঘটনায় এই নিষেধাজ্ঞায় পড়ল প্রাইস ওয়াটারহাউজ। তারা কোম্পানিটির হিসাব নিরীক্ষার দায়িত্বে ছিল।

রামলিঙ্গ রাজুর প্রতিষ্ঠিত সত্যম কম্পিউটার কয়েক বছর ধরে নিজেদের আয় ও সম্পদ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর  কথা ২০০৯ সালে স্বীকার করলে তা ব্যাপক শোরগোল তোলে। একে ভারতের গত এক যুগে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে।.
ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইস ওয়াটারহাউজ দায়িত্বে থাকার সময়ই বিলিয়ন ডলারের এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে।
সত্যমের কেলেঙ্কারি নিয়ে সেবির ১০৮ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সাল থেকে প্রায় পাঁচ বছরে ৭৫৬১টি ভুয়া ইনভেয়েসের মাধ্যমে আর্থিক প্রতিবেদন ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল সত্যম; আর নিরীক্ষায় তা এড়িয়ে গিয়েছিল প্রাইস ওয়াটারহাউজ।
ভারতে প্রাইস ওয়াটারহাউজ কুপার সরাসরি নিরীক্ষা চালায় না; তাদের নামে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে স্থানীয় ফার্মগুলো। প্রাইস ওয়াটারহাউজ মূলত ভারতে বিভিন্ন বড় কোম্পানির পরামর্শক হিসেবে কাজ করে।
এক দশক আগের এই কেলেঙ্কারির ঘটনার সঙ্গে ‘তারা জড়িত নয়’ এবং ‘এ বিষয়ে তাদেরও কোনো জ্ঞান নেই’ বলে প্রাইস ওয়াটারহাউজের প্রতিবেদনে বলা হয়েছে।
লন্ডনভিত্তিক প্রাইস ওয়াটারহাউজ কুপারের বাংলাদেশেও কার্যক্রম রয়েছে।

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত