পৃথিবীর অদ্ভুত সব নারীদের ছবিতে দেখার পর, নিজেকে নিয়ে আরেকবার চিন্তা করবেন!
আপনি কী কখনও পৃথিবীর সবচেয়ে বেঁটে মহিলাকে দেখেছেন? কিংবা সবচেয়ে বৃহৎ ঠোঁটের অধিকারিনী যিনি? যদিও আজকে যে নারীদের নিয়ে আমরা আমাদের এই প্রতিবেদনটি বানাচ্ছি তাদের মধ্যে অনেকেরই অসামাঞ্জস্যপূর্ণ শরীরের অংশের কারণে হয়তো দেখতে কিছুটা অদ্ভুদ লাগতে পারে। কিন্তু মানুষগুলি যে নিখাদ সেই সম্পর্কে কোনও সন্দেহ নেই।
এই প্রতিবেদনটি পড়ে কেউ এই বিশেষ নারীদের সম্পর্কে নিজেদের কোনও স্থির ধারণা তৈরি করে নেবেন না। এঁরা অদ্ভুদ এবং অমূল্যও বটে।
অ্যাবিগেল ও ব্রিটানি হেনসেলঃ
পৃথক আত্মা, পৃথক হৃদযন্ত্র, পৃথক চিন্তাভাবনা, কিন্তু শরীর একই। অ্যাবিগেল ও ব্রিটনি দুই বোন। আপাতভাবে দেখে মনে হবে একজনের কাঁধের পিছন দিকে দাঁড়িয়ে সামনের জনের কাঁঝে মাথা রেখেছেন একজন। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন পিছনে কেউ নেই একই শরীরে ২টি মাথা পাশাপাশি।
Comments
Post a Comment